R O अiरी-मiईौ । সাধু পতিত হইলে তিনি কাছে আসিলেন। তঁহার চক্ষে জল নাই, মুখে বিষাদের চিহ্ন নাই। ইহলোকে স্বামীর সঙ্গিনী হইতে পারিলেন না, পরলোকে স্বামীর অনুগামিনী হইবেন, তাই, বিবাহের পরেই স্বামীর এই ভীষণ মৃত্যুতে তিনি একটুও বিচলিত হইলেন না। জীবনে মরণে স্বামীর চিরসঙ্গিনী তিনি, এ পৃথিবীতে আর মিলন না হইলেও, স্বর্গে প্রাণে প্রাণে श्वाभौन जएछ डिनि ब्रिभिशहन मिशिड थॉकिएदन,-भूङ्गाद्र সাধ্য নাই, একদিনের তরেও স্বামীর সঙ্গে তাহাকে বিচ্ছিন্ন করিয়া রাখে,-তাই স্বামীর এই বীরবাঞ্ছিত সমরমুতু্যতে বীরনারী কিছুমাত্রও ক্ষুব্ধ হইলেন না। অনুচরবর্গকে ডাকিয়া, চিতা প্রস্তুত করিতে আদেশ দিলেন । 副 চিতা প্রস্তুত হইল। স্বামীকে স্বহস্তে, যত্নে, সেই চিতাশয্যায় শোয়াইয়া, কর্ম্মদেবী তাহার তরবারি লইলেন। নিজের হাতে এক আঘাতে আপনার এক খানি হাত কাটিয়া স্বামীর এক প্রধান অনুচরকে দিয়া কহিলেন,-“শ্বশুরকে আমার প্রণাম দিও। তাহার চরণ-দর্শন অদৃষ্টে হইল না, এই কাটা হাতখানি তাকে দিয়া কহিও, তার পুত্রবধু এইরূপ f፭ጣ ዘ” v, এই বলিয়া সেই তরবারি তিনি পার্শ্বস্থ একজন অনুচরকে দুয়া কহিলেন,-“এক হাতে হাত কাটা যায় না। আমার এ হাতখানা তুমি কাটিয়া ফেলি।” , , অনুচর আদেশ মত কার্য্য করিল।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।