ਨੇ ਫੁੜੇ | পর্বে বিন্দুমতীর গল্পে আমরা মারবারের রাজা & যশোবন্তসিংহ এবং তঁাহার পুত্র অজিৎ সিংহের কথা উল্লেখ করিয়াছি। এই অজিতের পৌত্র রাজা রামসিংহের সঙ্গে, একবার, অজিতের দ্বিতীয় পুত্র ভক্তসিংহের তুমুল যুদ্ধ উপস্থিত হয় । মারবারের সর্দারগণ কেহ রামসিংহের পক্ষ এবং কেহ বা ভক্তসিংহের পক্ষ অবলম্বন করিলেন । মেহাত্রী সর্দার রাজার পক্ষে ছিলেন । এই সর্দারের এক মহাবীর তেজস্বী পুত্র ছিল। যুদ্ধের ডাক পড়িল, মেহত্রী সর্দার , আপন অনুচর ও সৈন্যসহ যুদ্ধে যাইবার আয়োজন করিক্সেন। কিন্তু তাহার বীর পুত্র তখন অনুপস্থিত। তিনি নীৱকী সর্দারের কন্যাকে বিবাহ করিতে সেই স্থানে গিয়াছেন । বরকন্যা বিবাহ প্রাঙ্গণে উপস্থিত। পুরোহিত বরকতার হাতে হাত মিলাইয়া সম্প্রদানের মন্ত্র পড়িতেছেন। এমন সময় যুদ্ধের ডাক নীরবঁকীতে পৌছিল। G বিদ্রোহী পিতৃব্য আজ রাজার বিরুদ্ধে উখিত, রাজভক্ত সর্দারগঞ্জ, অবিলম্বে রাজার সাহায্যে আগমন করিবেন, রামসিংহের এই আদেশও, এই সময় পৌঁছিল। * যুদ্ধ উপস্থিত, বিপন্ন রাজা সর্দারগণকে ডাকিতেছেনঃবীর মেহত্রীকুমার নিতান্ত অস্থির ও উত্তেজিত হইয়া উঠিলেন।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।