नैौब्रकी कूमांद्री। >RO বীরযুবক বিবাহের আসনে উপবিষ্ট, সম্মুখে সদ্যপরিশীতা সুন্দরী তরুণী,-“এখনো হাতে হাত বাধা । কিন্তু, বীরের প্রাণ আর সে দিকে নাই। যুদ্ধ উপস্থিত, রাজার ডাক, পিতা ভ্রাতা ও অন্যান্য জ্ঞাতিবর্গ যুদ্ধার্থ প্রস্তুত হইতেছেন, আর তিনি কি-না বিবাহের আনন্দে নিশ্চিন্ত ? সকলে বিস্মর্ণ পরিয়া অসি ধরিয়া ঘোড়া চড়িয়া যুদ্ধে যাইতেছে, আর তিনি কি-না কোমল বরবেশে কোমল বরাসনে কোমল রমণীর কর ধরিয়া বসিয়া আছেন ? মেহত্রীকুমার আর স্থির থাকিতে পারিলেন না। বিবাহের অনুষ্ঠান শেষ হইবামাত্র তিনি অশ্ব আনিতে আদেশ করিলেন। বিবাহ-প্রাঙ্গন হইতে সেই মুহূর্ত্তে --সেই বরবেশেই তিনি পিতার সৈন্যের সঙ্গে যোগ দিবার জন্য যাত্রা করিলেন । শ্বশুর, পুরোহিত এবং অন্যান্য আত্মীয় স্বজন সকলে তঁহাকে নবপরিণীতা তরুণী ভার্য্যার মুখের দিকে চাহিয়া ‘অন্ততঃ একটি দিনের জন্য অপেক্ষা করিতে অনেক অনুরোধ ও অনুনয় করিলেন। কিন্তু মেহত্রীকুমার কিছুতেই বিলম্ব করিতে চাহিলেন না। যাইবার সময় তরুণী ভার্য্যার মুখের দিকে চাহিয়া তাহার হাত ধরিয়া কহিলেন,-“তোমাকে এইমাত্র বিবাহ করিয়াছি, পত্নী বলিয়া একটিবার সম্ভাষণের অবসর হইল না। আমি রাজপুতবীর, পত্নী সম্ভাষণের আশায় ক্ষণকালের জন্যও যুদ্ধের ডাক উপেক্ষা করিতে পারি না। হয় ত আর এজীবনে দেখা হইবে না। তুমি রাজপুতৰালা,
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।