ਫs || ( S) ( S) ধ্যপ্রদেশে গড়মণ্ডল নামে একটি রাজ্য ছিল। রাজ্যটি পর্বতময়। রাজধানী গড়নগর চারিদিকে উচ্চ পৰ্বতমালায় বিশেষ সুরক্ষিত ছিল। মুশলমানের উত্তর, মধ্য ও দক্ষিণভারতের প্রায় সকল স্থান জয় করিয়াছিলেন, কিন্তু ষোড়শ শতাব্দীতে আকবরসাহের রাজত্বকালের পূর্বে কোন মুশলমান রাজা কি সম্রাট, গড়রাজ্য জয় করিতে পারেন নাই । দুৰ্গাবতী, মধ্যপ্রদেশেরই মহাবা নামে একটি রাজ্যের রাজকন্যা"। গড়মণ্ডলের রাজা দলপৎ সাহ একদিকে যেমন তেজস্বী বীর, অপরদিকে তেমনি সুপুরুষ ছিলেন। বীরত্ব, তেজস্বিতা ও সৌন্দর্ঘ্যে উদ্ভাসিত তাহার দেবােপম মুর্ত্তি যে দেখিত সেই মুগ্ধ হইত। এদিকে দুৰ্গাবতীও সৌন্দর্য্য ও তেজস্বিতায় সাক্ষাৎ দেবীরূপিনী ছিলেন। পুরুষশ্রেষ্ঠ দলপৎ ও রমণীশ্রেষ্ঠ দুৰ্গাবতী পরস্পরের প্রতি অনুরক্ত হইলেন। এমন অবস্থায় এইরূপ না হওয়াই আশ্চর্য্য । দলপৎ মহবারাজের নিকট দুৰ্গাবতীকে
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।