o यार्थ-त्री হিতকর কর্ম্মানুষ্ঠানে, প্রজাবৰ্গ বিশেষ সুখী হইল। রাণী-মা- দুৰ্গাবতীকে সকলে দেবতার ন্যায় ভক্তি করিতে লাগিল। এ দিকে, পাঠান সাম্রাজ্য পতনের পর, বিভিন্ন প্রদেশে দিল্লীয় আধিপত্য লুপ্ত হইয়াছিল। মুশলমান শাসনকর্ত্তারা এবং স্বাধীন হিন্দু রাজারা সকলে স্বাধীনতা অবলম্বন করেন। মোগল । বাবরসাছ দিল্লী জয় করেন বটে, কিন্তু, সাম্রাজ্য মধ্যে নিজের আধিপত্য স্থাপন করিতে পারেন নাই। আকবরসহ সিংহাসন জাভা করিয়া প্রথমেই এই কার্য্যে মনোনিবেশ করিলেন । যে সব প্রদেশ দিল্লীর অধীনতা ত্যাগ করিয়া স্বাধীন হইয়া দিল্লীর শক্তি খর্ব করিয়াছিল, আবার সেই সব প্রদেশে দিল্লীর আধিপত্য স্থাপনের জন্য, আকবর, যুদ্ধকুশলন সেনাপতিসকল পাঠাইতে লাগিলেন। আসাফ খাঁ নামক একজন সেনাপতি ager Gef's KR গড়মণ্ডল এ পর্যন্ত কখনো দিল্লীর অধীনতা স্বীকার কুরেন নাই। কিন্তু গড়মণ্ডলের সমৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্ঘ্যের কথা “শুনিয়া আসাফ খাঁর লোভ হইল। বহু সৈন্য লইয়া, আসাফ খাঁ গড়মণ্ডল আক্রমণ করিলেন। (v0) • এক দিকে দিল্লীর বিপুল শক্তি, অন্ত দিকে ক্ষুত্র গড়রাজ্য। সমগ্র উত্তর ও মধ্যভারত যে শক্তির নিকট অবনত
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।