छूजीयर्डौ । SG সহসা একটী বাণ আসিয়া তাহার চক্ষে বিঁধিল । বাণটি টানিয়া তুলিয়া ফেলিতে তিনি অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই বাণ উঠাইতে পারিলেন না । এমন যাতনায়ও রণরঙ্গিণী রাণী কাতর হইলেন না । সেই বিক্রমে, সেই অটল। তেজে পূর্ববৎ যুদ্ধ করিতে লাগিলেন। আর একটি বাণ আসিয়া তাহার কণ্ঠবিদ্ধ করিল। এবার দুৰ্গাবতী যন্ত্রণায় বড় কাতর হইলেন। জয়াশা একেবারে ত্যাগ করিলেন। কিন্তু তখনো হস্তীপৃষ্ঠে স্থির হইয়া বসিয়া অস্ত্রচালনা করিতে লাগিলেন। পুত্র বীরনারায়ণ তঁহারই পার্থে অশ্বপুষ্ঠে থাকিয়া যুদ্ধ করিতেছিল। আহত হইয়া বীরনারায়ণ মৃত্যুবৎ ভূতলে পড়িলেন। দুৰ্গাবতী চাহিয়া দেখিলেন। এমন সময় পুত্রস্নেহও বীরনারীর হৃদয় কাতর করিতে পারে না। তিনি পুত্রকে স্থানান্তরিত করিতে আদেশ দিয়া, আবার যুদ্ধ আরম্ভ করিলেন। ( ( ) ভেচ্ছস্তী-চালক, বিচলিত হইল।--রাণীর অবস্থা দেখিয়া, নদীর অপর পারে হত্নী লইয়া যাইবার জন্য বারবার অনুমতি চাহিতে লাগিল। দুৰ্গাবতী অনুমতি দিলেন না। জয়শা আর নাই। গড়ের অগণিত সৈন্য মরিয়াছে, পুত্র মৃত্যুবৎ, আহত । গড়রাজ্য পরাধিকৃত হইবে। কোন সুখের আশায় প্রাণ লইয়া • তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করিবেন ? যদি
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।