SV ख्री-बनौ । রাজ্যরক্ষা ও প্রজারক্ষা, করিতেই না পারিলেন, রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করিয়া ইহলীলা শেষ করিবেন। পরাধীন ছার প্রাণ রাখিয়া কি ফল ? তিনি যুদ্ধ ত্যাগ করিলেন না! ক্রমাগত শক্রির শরাঘাতে র্তাহার শরীর জর্জরিত হইতে লাগিল, কিন্তু ভ্রক্ষেপ নাই। অবসন্ন ও মূচ্ছিত অবস্থায়, পাছে, শত্রুর হন্তে বন্দিনী হন, এই আশঙ্কায় অবশেষে যখন আর শক্তি নাই,--সব --অন্ধকার,--তখন অবশিষ্ট শক্তির শেষ চেষ্টায় মহাপ্রাণা রাণী, নিজের বক্ষে নিজ তরবারি বিদ্ধ করিয়া দিলেন। পবিত্ররণক্ষেত্রের গৌরবময় মৃত্যুতে বীরাঙ্গণার গৌরবময় জীবনের অবসান হইল । আহত বীরনারায়ণকে লইয়া কতিপয় সৈন্য অপর এক দুৰ্গে আশ্রয় লইল। আসাফ খাঁ সে দুৰ্গাঁও আক্রমণ করিলেন। বীরনারায়ণ নিহত হইলেন। কুলনারীরা আগুনে পুড়িয়া মর্য্যাদা রক্ষা করিলেন । গড়মগুলোর সেই গিরিপথ এখনো গড়ের লোকেরা অতি পুণ্যস্থান বলিয়া মনে করে। গিরিপথের সম্মুখে দুইটি প্রকাণ্ড গোলাকার পাথর আছে। লোকে বলে, “দুৰ্গাবতীর রণডেঙ্কা পাথরে পরিণত হইয়া ওই স্থানে আছে। , গড়মণ্ডলের সেই পথ, সেই পাথর, ভারতবাসী মাত্রেরই প্রাণ ভরিয়া দেখিবার এবং পরম গৌরবে পূজিবার জিনিষ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।