S8 R ” अॉरी-नांदी । সাহসে বুক বাধিয়া বিপদে বাপ দিতে পারে, এমন আর কেহ কখনো পারে না। হীনতায় ও কাপুরুষতায় গৃহে মাতার বিরাগ ও ধিকার যে পাইবে জানে, হীনতায় ও কাপুরুষতায় তার মত ভয় আর কেহ পায় না । ধর্ম্মনিষ্ঠায়, মহত্ত্বে ও তেজস্বিতায় জিজাবাই আদৰ্শরমণী ছিলেন। পুত্র যাহাতে বীরত্বে ও মহত্ত্বে ধর্ম্মনিষ্ঠায় আদর্শ পুরুষ হইয়া ভারতে হিন্দুর লুপ্ত মর্য্যাদা আবার ফিরাইয়া আনিতে পারেন, এ বিষয়ে চিরদিন তিনি শিক্ষা ও উৎসাহদানে পুত্রের সহায়তা করিয়াছেন। এমন জিজার পুত্র বলিয়াই এমন শিবাজি হইয়াছিলেন। কাশীতেই শিবত্ব ঘটে ; গোমুখীতেই গঙ্গা ছোটে; নন্দনেই পারিজাত ফোটে ; পদ্মরাগের আকারেই পদ্মরাগ জন্মে। দক্ষিণ ভারতে কখনো একেবারে দিল্লী সাম্রাজ্যের অধীন হয় নাই। যখন পাঠান সম্রাটগণ দিল্লী শাসন করিতেন, তখন দাক্ষিণাত্যে দুইটি প্রধান স্বাধীন রাজ্য ছিল। একটি হিন্দুর, অপরটি মুশলমানের। হিন্দু রাজ্যটির নাম বিজয়নগর এবং মুশলমান রাজ্যটির নাম दोभनी । w ক্রমে ‘বামনী রাজ্য ভাঙ্গিয়া পাঁচটি পৃথক রাজ্য হইল। এই পাঁচ রাজ্যের মুশলমান রাজারা মিলিয়া হিন্দুর বিজয়নগররাজ্য ধ্বংস করেন। তারপর এই পাঁচটি রাজ্যের দুইটি লোপ পাইয়া তিনটি রহিল। এই তিনটির নাম আমেদনগর, বিজাপুর
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।