>8也 अर्थ-नाड़ी । ক্রমে আমেদনগরের রাজসরকারে তিনি উচ্চ সম্মান ও উচ্চ পদ। পাইলেন । লুখজি তখন সাহজির সঙ্গে জিজাবাইএর বিবাহ দিলেন। ( R ) =ক=য়েক বৎসর চলিয়া গেল। সাহিজি এখন সাহসী, শক্তিশালী ও পরাক্রান্ত যুবক। আমেদনগর রাজ্য ক্রমে দুর্বল ও অবনত হইতেছে দেখিতে পাইয়া সাহিজি দিল্লীর সরকারে কর্ম্মপ্রাখী হইলেন । সাহিজির গুণের কথা সম্রাট সাহজাহান পুর্বেই শুনিয়াছিলেন। এমন বহুগুণশালী বীর যুবককে পাইয়া সম্রাট তাঁহাকে ছয় হাজার অশ্বারোহী সৈন্তের নায়ক নিযুক্ত করিলেন এবং দুইলক্ষ টাকা পুরস্কার দিলেন। কিছুকাল পরে আমেদনগরের রাজা বাহাদুরসাহের মৃত্যু হওয়ায়, রাজ্যে নানা গোলযোগ আরম্ভ হইল। সাহিজি বাল্যাবধি আমেদনগর রাজ্যে প্রতিপালিত । প্রথম জীবনে আমেদনগরের রাজসরকারেই তিনি কার্য্য করিয়াছেন। এখন সেই রাজ্যের বিপদের কথা জানিতে পারিয়া তিনি আর স্থির থাকিতে পারিলেন না । সত্বর দিল্লীর সেনানায়কের পদ পরিত্যাগ করিয়া আমেদনগরে ফিরিয়া আসিলেন। বাহাদুরসাহের বেগম সাহিজির আগমনে আপনাকে বিপন্মুক্ত মনে করিলেন। অবিলম্বে প্রধান মন্ত্রীর পদে তঁাহাকে বরণ করিয়া শিশু রাজপুত্রগণের রক্ষার ভার তাহার হস্তে দিলেন।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।