পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

គុeq S8 বৃদ্ধ লুখজি এখনো আমেদনগরের রাজসরকারে পূর্বকার্য্যে নিযুক্ত ছিলেন। যে মালোজি একদিন তাহারই অধীনে সামান্য কর্ম্মচারী ছিলেন, সেই মালোজির পুত্র এখন রাজ্যের সর্বময় কর্ত্ত। জামাতা হইলেও সাহিজির এমন পদোন্নতি লুখজির সহিল না। তিনি দিল্লীর সম্রাটু সাহজাহানকে সাহায্য করিবেন। এই আশ্বাস দিয়া গোপনে তঁহাকে আমেদনগর আক্রমণ করিতে অনুরোধ করিলেন । দিল্লীর সম্রাটগণ অনেকদিন অবধি আমেদনগর জয় করিবার চেষ্টা করিতেছিলেন। এখন সেই রাজ্যের একজন প্রধান কর্ম্মচারীর সহায়তু পাইবেন জানিয়া সাহজাহানের সেনাপতি মীরজুমা আমেদনগর আক্রমণ করিলেন। সাহজি পরাজিত হইলেন । আমেদনগর যায় যায়। সাহিজি দেখিলেন, তিনি রাজ্যের সর্ব প্রধান কর্ম্মচারী বলিয়াই শ্বশুর। ঈর্য্যবশতঃ এই বিপদ ঘটাইয়াছেন। তিনি রাজকর্ম্ম ত্যাগ করিলে হয় তো রাজ্য রক্ষা হইতেও পারে। এই মনে করিয়া তিনি বিজাপুরের রাজসরকারে কর্ম্ম লইয়া সপরিবারে আমেদনগর ত্যাগ করিলেন । লুখজি ভঁাহাকে বন্দী করিবার জন্য সসৈন্যে তঁহার পশ্চাতে চলিলেন । সাহজি দেখিলেন, সপরিবারে লুখজীর হাত হইতে পরিত্রাণ পাওয়া অসম্ভব। জিজা হাজার হইলেও লুখজিরই কন্যা।