S ( o चiरी-बाड़ी । --মা ! বীরপুত্র-ধার্ম্মিক পুত্র, যে পুত্র হইতে দেবতার গৌরব, ধর্ম্মের গৌরব রক্ষা পায়—এমন পুত্র প্রসবেই নারীজীবনের সার্থকতা। আমি অনেক দুঃখ পাইতেছি, অনেক দুঃখ পাইয়া সে দুঃখের শান্তি তোমার কাছে চাই না মা, তোমার শক্তি তোমার মহিমা জগতে প্রতিষ্ঠিত করিতে পারে, এমন ধার্ম্মিক পুত্র দানে আমার নারীজীবন সার্থক কর।” পণ্ডিতেরা বলিয়া থাকেন, গর্ত্তাবস্থায় মাতার মানসিক অবস্থা, মাতার সাধনা, মাতার বাসনার ফল পুত্রে সঞ্চারিত হয়। গর্ভের সূচনা হইতেই জিজা যুদ্ধ-কোলাহলের মধ্যেই রহিয়াছেন। বীরাঙ্গনার বীর হৃদয় এই যুদ্ধ কোলাহলে উৎসাহের উল্লাস ব্যতীত ভয়ের চমকে কখনো কঁপে নাই । তার পর যুদ্ধের শেষে বাকী কয়েক মাস জিজা একমনে শক্তিরূপিনী জগন্মাতার অৰ্চনায়, দেবীর নিকটে বীর ও ধার্ম্মিক পুত্রকামনায় কাটাইয়াছেন। ইহাতে পুত্রের মনে যে স্বভাবতঃই বীরত্বের ও ধর্ম্মের ভাবই প্রবল হইবে, ইহা আশ্চর্য্যের বিষয় কিছুই নহে। এমন পুণ্যময় সাধনার ফলে, যথা সময়ে জিজ, সেই শিউনারী দুর্গে বাসনার অনুরূপ জগদুজ্জ্বল পুত্র প্রসব করিলেন। শিবাই দেবীর বরে শিবাই দেবীর সেবক রূপ পুত্র পাইয়াছেন বলিয়া জিজা পুত্রের নাই ‘শিবাজী’ রাখিলেন। (७) অনাহুজি, আমেদনগর রাজ্যের প্রদত্ত র্তাহার পিতৃ
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।