पश्द्धि-शईिी । t অসিতে রণক্ষেত্রে ক্ষত্রিয়ের প্রিয় মৃত্যুকে আলিঙ্গন কর । শোন! -ই-আজ আমরা যে কঠোর পবিত্র জহর ব্রতের অনুষ্ঠান করিব, ভারতে রাজপুতনারী বিদেশী শক্রি হইতে ধর্ম্মরক্ষার জন্য চিরদিন সেই ব্রতের অনুষ্ঠান করিয়া ভারতনারীর পবিত্র নাম গৌরবান্বিত করিবো।” রাণী নীরব হইলেন। সমস্ত সিন্ধু-বীর ধীর গম্ভীর ভাবে রাণীর বাক্য অনুমোদন করিলেন । তখন নগরের মধ্যস্থলে ভীষণ চিতা প্রস্তুত হইল। রাণী ও অন্যান্য পুরনারীরা রক্ত বসন পরিধান করিয়া হাসিতে হাসিতে সেই ধ্বক ধ্বক প্রজুলিত চিতায় প্রবেশ করিলেন। মুহূর্ত্তে অগ্নির সহস্র জিহবা অক্ষাকাশ স্পর্শ করিল । সহস্ৰে সহস্ৰে দাড়াইয়া, নয়ন সমক্ষে, সিন্ধুর বীরগণ সেই মর্ম্মভেদী ভীষণ দৃশ্য দেখিলেন। কাহারও মাতা, কাহারও পত্নী, কাহারও ভগিনী, কাহারও কন্যা একে একে চিন্তানলে প্রবেশ করিলেন । বীরগণের মর্ম্মে মর্ম্মে সহস্ৰ চিতা মজুলিল । সে জ্বালা নীরবে জলিল, সে আগুন প্রাণের মর্ম্মে শিখা বিস্তার করিল। প্রাণের ভক্তির, শ্রীতির ও স্নেহের সারাধনগুলি, একে একে অনলে পুড়িল ; বীরগণ ধীর অটলভাবে দাড়াইয়া তাহা দেখিলেন ।-দেখিতে দেখিতে সব শেষ হইল। তখন,”ভীম হুঙ্কারে নগর কাপাইয়া সহস্ৰ সহস্ৰ বীর, প্রলয় কালের এক একটি জ্বলন্ত বজের ন্যায় ছুটিয়া আরবসেনার মধ্যে পড়িলেন। সে বেগ-সে তেজ, সে অশনিসম্পাতে বহু আরব সেনা, নিঃশেষে
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।