পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জিজাবাই । Nà Rà পৈতামহিক জমিদারী ও জায়গীর ভোগ করিতেন। লুখজির চক্রান্তে আমেদনগর ছাড়িয়া বিজাপুরে যাওয়ায় আমেদনগর রাজ্যের অধীনস্থ পৈতৃক জমিদারী ও জায়গীর সমুদয় সাহিজিকে হারাইতে হইল। শিবাজির জন্মের কিছুকাল পরে তিনি তাহার সম্পত্তি আবার সব ফিরিয়া পাইলেন, কিন্তু, বিজাপুরের রাজার * সেনাপতিরূপে সর্বদা তাহাকে কার্য্যে ব্যস্ত থাকিতে হইত বলিয়া নিজে অ্যাসিতে পারিলেন না । দাদো কোগুদেব নামক কোন সুবিজ্ঞ উদার ও উন্নতচরিত্র ব্রাহ্মণের হস্তে সাহিজি নিজের জমীদারী, জায়গীর এবং স্ত্রী-পুত্রের রক্ষণাবেক্ষণের ভার অর্পণ করিলেন । দান্দোজির অভিভাবকত্বের অধীনে জিজা ও শিবাজি শিউনারী দুগেই বাস করিতে লাগিলেন। এ দুর্গও সাহিজির জায়গীরের মধ্যেই ছিল । সাধনাবলে গর্ত্তাবস্থায় পুত্রের হৃদয়ে জিজা যে মহত্ত্বের বীজ রোপন করিয়াছেন, উপযুক্ত শিক্ষার ও আত্মজীবনের উচ্চ আদর্শে সেই বীজ যাহাতে অঙ্কুরিত হইয়া পূর্ণ বিকাশ লাভ করিতে পারে, সে বিষয়ে তিনি নিজের মন ও সমস্ত শক্তি নিয়োগ করিলেন। যে কামনা করিয়া শিবাই দেবীর নিকট পুত্র চাহিয়াছিলেন, পুত্রের মহত্ত্বে সেই বাসনা পূর্ণ করাই জিজার জীবনের একমাত্র ব্রত হইল। ভবানীর বরে পুত্র পাইয়াছেন, পুত্র যাহাতে ভবানীর পায়ে আত্মদান করিয়া ভবানীর আশীর্বাদে ভবানীর শক্তিতে শক্তিমান হইয়া ভারতে হিন্দুর ধর্ম্মরাজ্য স্থাপিত করিতে পারে, পুত্র সম্বন্ধে ইহাই