পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चि छांबाहै । è to কার্য্যে হাত দিতেন না। যুদ্ধ বিগ্রহ বা অন্য কোন প্রয়োজনে শিবাজি কখনো দুরে গেলে, জিজাই তাহার প্রতিনিধি স্বরূপ র্তাহার নব প্রতিষ্ঠিত রাজ্য শাসন করিতেন। মারাঠা দেশে মবালা নামে নীচ জাতীয় এক সম্প্রদায় লোক ছিল। এই মবালারা যার-পর-নাই দৃঢ়, বলিষ্ঠ, কষ্টসহিষ্ণু ও সাহসী । এই সব মবালাদিগকে সদয় ব্যবহারে সস্তুষ্ট করিয়া ইতিপূর্বেই শিবাজি তাহাদিগকে লইয়া একদল অতি বিশ্বাসী ও সাহসী সৈন্য গঠন করেন। স্বাধীন হিন্দুরাজ্য স্থাপনে তাহার সহায়তা করিবেন। এইরূপ প্রতিশ্রত ও বিশ্বস্ত অনুচরগণের উপর এই মবালা সৈন্যের ভার দিয়া, তিনি এখন চারিদিকে রাজ্য বিস্তার ও দুৰ্গজয় করিতে আরম্ভ করিলেন। ইহাতে বিজাপুরের সুলতানের অধীনস্থ অন্যান্য জায়গিরদার ও দুৰ্গাধিপতিগণের সঙ্গে তাহার প্রথম সংঘর্ষ উপস্থিত হইল। ক্রমে সুলতানের কাণেও শিবাজির ক্রমাগত এইরূপ যুদ্ধ ও বিজয়ের সংবাদ পৌঁছিতে লাগিল। দেখিতে দেখিতে শিবাজি কল্যাণ ও কোকিন প্রদেশ অধিকার করিলেন । সুলতান দেখিলেন তাঁহারই অধিকার মধ্যে শিবাজি এত রাজ্য বিস্তারে এরূপ শক্তি গঠন করিতেছেন, যে, অচিরে এই শক্তি দক্ষিণভারতের মুশলমান শক্তিকে একেবারে বিধ্বস্ত করিয়া ফেলিবে । ক্রোধে ও ভয়ে তিনি সাহজিকে ইহার প্রতিকার করিতে আদেশ করিলেন । সাহজিও পুত্রের এরূপ শক্তি বিকাশে বিস্মিত ও চকিত