ነ9(Xbዎ” चारीJ-नiी । হইয়াছিলেন। তিনি বুঝিয়াছিলেন, পুত্র আপন প্রতিভাবলে যাহা করিতেছে, তাহাতে বাধা দিবার শক্তি র্তাহার নাই। এরূপ ইচ্ছাও তাহার হইল না । কিন্তু তিনি সুলতানের কর্ম্মচারী, সুলতানের কোপে তাহার সর্বনাশ হইতে পারে। তাই কিছু ভীত হইলেন । সুলতানকে জানাইলেন, শিবাজি এখন স্বাধীন, তাহার পৈতৃক জায়গীরাদি সব শিবাজির হাতে এবং শিবাজির উপর কোনরূপ কর্তৃত্ব র্তাহার নাই। শিবাজিও এসব কার্য্যে পিতার মত জিজ্ঞাসা বা গ্রহণ করেন না । সাহজির এ কথা সুলতান বিশ্বাস করিলেন না । তিনি কৌশলে সাহিজিকে বন্দী করিয়া ঘোষণা করিলেন, যদি শিবাজি সত্বর তাহার বিজিত রাজ্য ফিরাইয়া না দেন। তবে তিনি সহাজির কারাগৃহের দ্বার প্রাচীরে গাঁথিয়া বন্ধ করিয়া দিবেন এবং আহার ও বায়ুর অভাবে তাহাকে মরিতে হইবে । এই দারুণ সংবাদ পাইয়া শিবাজি একেবারে বসিয়া পড়িলেন। একদিকে শত্রুর হস্তে পিতার এই ভীষণ মৃত্যু, অপর দিকে হিন্দুরাজ্য স্থাপন রূপ জীবনের ব্রত ত্যাগ। তিনি কোন উপায় স্থির করিতে পারিলেন না। মাতা এই দারুণ সংবাদে বুদ্ধি স্থির রাখিতে পারিবেন না ভাবিয়া শিবাজি প্রথমে তাহার স্ত্রী সই বাইএর মত জিজ্ঞাসা করিলেন । { সই বাইও শিবাজির মত মহাপুরুষের যোগ্য সহধর্ম্মিণী ছিলেন। তিনি কহিলেন,-“তোমার পিতাকে যে উপায়েই হউক, রক্ষা করিতেই হইবে । কিন্তু এ দিকে দেবতা ও ধর্ম্ম
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।