জিজাবাই । S&I রক্ষার জন্য স্বাধীন হিন্দুরাজ্য স্থাপনের যে মহাব্রত গ্রহণ করিায়াছ, তাহার কোন বিন্ন না হয় তাহাও দেখিতে হইবে। যদি কেবল বিষয় ভোগের জন্য রাজ্য জয় করিতে, তবে এই মুহূর্ত্তে তাহা ফিরাইয়া শ্বশুরকে মুক্ত করিয়া আনিতে বলিতাম । কিন্তু এ রাজ্য তোমার নিজের ভোগের জন্য নয়, দেবতা, গো-ব্রাহ্মণ ও ধর্ম্মের মান রক্ষার জন্য । স্বজন যত বড় হউক, যত গুরুই হউক, তার রক্ষার চেষ্টা যত বড় ধর্ম্মই হউক, এ ধর্ম্মের উপরে নয়। তঁর বক্ষার জন্য এ রাজ্য বিসৰ্জন দেওয়ার অধিকারও তোমার নাই । আমি আর কি বলিব ? চিন্তা কর, কৌশলে সুলতানকে ভুলাইয়া, কি, বাধ্য করিয়া, পিতাকে উদ্ধার কর । ভয় করিও না । মা ভবানী তোমার সহায়, তোমার হাতে এ তারি ধর্ম্মরাজ্য অর্পিত। এ বিপদে তিনিই Y (MERCIga ” ক্রমে জিজাও এ সংবাদ শুনিলেন। শুনিয়া জিজ বধুর মতে মত দিলেন। চতুর ও সূক্ষমবুদ্ধি শিবাজি চিন্তা করিয়া এক সুন্দর কৌশল স্থির করিলেন এবুং এই কৌশলেই সাহজি মুক্তিলাভ করেন। ভারতের সর্ব প্রধান রাজশক্তি বলিয়া অন্যান্য ক্ষুদ্রতর স্বাধীন রাজারাও দিল্লীর শক্তিকে একটু ভয় ও খাতির করিয়া চলিতেন । একেবারে তাহাকে অবহেলা করিতে সাহস পাইতেন না । এদিকে দিল্লীর সম্রাটেরাও দক্ষিণ ভারতের স্বাধীন রাজ্যগুলি যাহাতে র্তাহাদের অধীনতা স্বীকার করে এ বিষয়ে
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।