ख्रिखांबाहे । YS প্রদেশে বহুকালব্যাপী বিদ্রোহ নিবারিত হইয়া অক্ষুন্ন শান্তি বিরাজ করিতেছিল । সাহজির ব্যবহারও বাস্তবিক যার-পর-নাই বিস্ময়জনক । পুত্রের প্রতি তিনি নিতান্ত স্নেহশীল ছিলেন, পুত্রও তাঁহাকে বিশেষ শ্রদ্ধা করিতেন। আজীবন তিনি পুত্রের শক্রর রাজ্যে সেনাপতিত্ব করিয়াছেন, কিন্তু পুত্রের সঙ্গে তিনি শক্রতা করেন নাই, অথবা গোপনে নিজ প্রভুর ক্ষতিকর কোন সহায়তাও করেন নাই। পুত্রের কার্য্য, পুত্রের রাজ্য বিস্তারে সম্পূর্ণ উদাসীনতাই তিনি দেখাইয়াছেন। এক দিকে যেমন শেষ জীবনে বিরাম উপভোগের জন্য পুত্রের অধীন কখনো হন নাই, অপর দিকে তেমনি রাজ্য বা ক্ষমতা লোলুপ হইয়া পুত্রের উপর অথবা পুত্রের রাজ্যের উপর কোনরূপ কর্তৃত্ব করিতেও কোনরূপ ইচ্ছা বা আগ্রহ দেখান নাই। এরূপ ত্যাগ ও উলুপীনতা 히 FT | ( و ) নিবিজাপুরের সঙ্গে শিবাজির বিরোধ চলিতে লাগিল। শিবাজির শক্তিবৃদ্ধি ও রাজ্যবিস্তার বিজাপুর রাজ্যের পক্ষে বিশেষ ক্ষতি ও ভয়ের কারণ হইয়া উঠিল । * এই সময় সুলতানের মৃত্যু হওয়ায় তাহার বালকপুত্র সিংহাসনে ছিলেন। বালকের মাতা প্রধান সেনাপতি ও কর্ম্মচারীরূপে আফজল d নামক কােন সম্রােন্ত মুশলমানের হাতেই রাজ্যভার
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।