জিজাবাই S. স্থায় মহাপুরুষ পিতার এরূপ অবমাননা করিতে পারেন না। এখন পিতা স্বৰ্গগত, রাজ্যও তঁহাকে রাজারূপে-রাজউপাধিতে ভূষিত দেখিতে চাহে ; সুতরাং শিবাজি রায়গড় দুর্গে রাজসিংহাসনে আরোহণ করিয়া রাজা উপাধি গ্রহণ করিলেন । শিবাজির নামে রাজ্যে মুদ্রা প্রচলিত হইতে আরম্ভ হইল। মোগলের সঙ্গে যুদ্ধ চলিতেছে। শিবাজি বার বার মোগলরাজ্য আক্রমণ করিয়া সুরাট ও অন্যান্য অনেক নগর লুণ্ঠন করিলেন। ঔরংজেব অম্বররাজ জয়সিংহ ও দিলির খ নামক তাহার দুই জন প্রধান সেনাপতিকে শিবাজির বিরুদ্ধে পাঠাইলেন। হাজার হইলেও জয়সিংহ হিন্দু ও রাজপুত । তিনি শিবাজির বীরত্বে মুগ্ধ ও গৌরবে আপনাকে গৌরবান্বিত বোধ করিলেন। কিছুকাল যুদ্ধের পর তাহার চেষ্টায় শিবাজি বিজিত মোগল প্রদেশসমূহ ফিয়াইয়া দিয়া, ঔরংজেবের সঙ্গে সন্ধি করিতে ਚ হইলেন । আরো কথা হইল, শিবাজি দিল্লীতে গিয়া ঔরংজেবের সহিত সাক্ষাৎ করিবেন। শিবাজি, পুত্র শস্তাজীকে লইয়া দিল্লীযাত্রা করিলেন। ভঁাহার অনুপস্থিতি কালের জন্য জিজাবাই রাজ্যের কর্তৃত্বভার গ্রহণ করিয়া রহিলেন। কতিপয় দক্ষ ও বিশ্বস্ত কর্ম্মচারী জিজাবাইএর অধীনে রাজকার্য্য চালাইবার জন্য নিযুক্ত হইলেন। দিল্লীতে পৌঁছিয়া শিবাজি দরবারে ঔরংজেবের সঙ্গে সাক্ষাৎ করিলেন। • দরবারে ঔরংজেব শিবাজির উপযুক্ত সন্মান
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।