ਫਸਟੋ65ਟੋ भद्ध মারাঠা দেশ এক হিন্দুরাজার হাতে একই শাসন প্রণালীর অধীন হয়, শিবাজির এই লক্ষ্য ছিল । বস্তুতঃ এরূপ না হইলে মারাঠাদেশবাসী সকল প্রজা এক জাতীয়ত্বের দৃঢ় বন্ধনে আবদ্ধ হইতে পারে না। বিচক্ষণ এবং দূরদর্শী রাজনৈতিক বলিয়াই শিবাজি মারাঠাজাতি গঠনের জন্য এই লক্ষ্য স্থির করিয়া কার্য্যে অগ্রসর হন এবং কখনো • কোন অবস্থায় এই লক্ষ্য হইতে বিচলিত হন নাই ৷ এই লক্ষ্য সাধনের জন্য মারাঠা দেশের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন হিন্দুদুৰ্গাধিপতির দুর্গ ও-দুর্গের অধীনস্থ ক্ষুদ্র রাজ্য তঁাহাকে জয় করিয়া নিজের রাজ্যভুক্ত করিয়া লইতে হয়। কিন্তু এরূপ কোন যুদ্ধে কোনরূপ অন্যায় ও অযথা উৎপীড়ন তিনি কোন হিন্দু বা মুশলমান, কাহারে উপর করেন নাই। বিজিত কোন দুৰ্গাধিপতি বা ভূস্বামী তাহার অধীনতা স্বীকার করিলেই তিনি তঁহাকে যোগ্য সম্মানে ও সদ্ব্যবহারে তুষ্ট করিয়া নিজের কার্য্যে নিযুক্ত করিয়াছেন। এই সব দুর্গের মধ্যে বল্লারীদুর্গ বিশেষ প্রসিদ্ধ, ছিল। এই দুর্গে থাকিয়া বল্লারীরাজ স্বাধীন ভাবে আপনার ক্ষুদ্র রাজ্য শাসন করিতেন। রাজার মৃত্যু হইলে, বিধবা রাণী মালবাই দেসাইন দুর্গ ও দুর্গের অধীনস্থ ক্ষুদ্র রাজ্য শাসন করিতেছিলেন । •
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।