পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ፃክ” আর্য্য-নাৰী । নিরুপায় হইয়া আত্মসমৰ্পণ করিলেন, কারণ তিনি জানিতেন, হিন্দুবীরের নিকট তার নারীমর্য্যাদার কোন হানি হইবে না। মালবাইএর বীরত্বে বীরশ্রেষ্ঠ শিবাজি পুর্বেই মুগ্ধ হইয়াছিলেন। বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে র্তাহার হৃদয় পূর্বেই আকৃষ্ট হইয়াছিল। মালবাইকে যখন তাহার সম্মুখে আনা হইল, সসন্ত্রমে উঠিয়া তিনি তঁাহাকে অভ্যর্থনা করিলেন। মালবাই কহিলেন,-“মারাঠারাজ, আপনি রাজা, আমিও রাণী। আপনিও স্বাধীন ভাবে আপনার রাজ্য শাসন করিতেছেন, আমিও এতদিন স্বাধীন ভাবেই আমার রাজ্য শাসন করিয়াছি। আপনার শক্তি প্রবল ; সেই প্রবল শক্তি লইয়া আমার ক্ষুদ্র ও দুর্বল শক্তিকে আপনি গ্রাস করিতে আসিয়াছেন। সেই গ্রাস হইতে আমার ক্ষুদ্রশক্তিকে রক্ষা করিবার জন্য আমি যথাসাধ্য যুকিয়াছি। আজ আর পারিলাম না ; আপনার ‘প্রবল শক্তিতে অভিভূত হইয়া আপনার নিকট আত্মসমর্পণ করিতে বাধ্য হইলাম। আপনি রাজা, রাজধর্ম্ম কি, জানেন । আপনার সঙ্গে যুদ্ধে আমি রাজধর্ম্মই পালন করিয়াছি। আর আমার বলিবার কিছুই নাই। আপনার নিকট কোন অনুগ্রহপ্রাধিনী আমি নই। আমার সম্বন্ধে আপনার যেরূপ অভিরুচি, ব্যবস্থা করিতে পারেন।” শিবাজি কহিলেন,-“মা, আপনি রাণী, রাণীর যোগ্য, রাণীই থাকিবেন।-আমার জননী জিজাবাই ব্যতীত আপনার মত তেজস্বিনী, বীরত্ব ও রাজধর্ম্মের মহিমায় • মহিমময়ী নারী