মালবাই দেসাইন। বোধ হয় এ মারাঠা দেশে আর নাই। জিজাবাই এর গর্ভে আমার জন্ম, আপনার মত বীরাঙ্গনার মর্য্যাদা রাখিতে আমি জানি। আজ হইতে আপনি আমার মাতৃস্বরূপ। বল্লারীদুর্গে ও বল্লারী রাজ্যে পূর্বের ন্যায় এখনো আপনার স্বাধীন ক্ষমতাই থাকিবে। জীবন থাকিতে আপনার ও আপনার রাজ্যের স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করিব না । আমি সন্তান, সকল অপরাধ ক্ষমা করিয়া আমাকে আশীৰ্বাদ করুন । ” মালবাই কহিলেন,-“মারাঠারাজ, আপনিই হিন্দুরাজ্যের যথার্থ রাজা।--আশীৰ্বাদ করি, সর্বত্র জয়যুক্ত হইয়া। আপনি ভারতময় হিন্দুরাজ্যের প্রতিষ্ঠা করুন। আপনি আমার স্বাধীনতা হরপ্পা করিলেন না, আপনার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমার যতই প্রবল হউক, কোন মূল্যেই সে স্বাধীনতা আমি বিক্রয় করিতে চাই না । স্বাধীনতা অমূল্য, অবিক্রেয় । কিন্তু জানিবেন, আমার ও আমার এ রাজ্য কার্য্যতঃ আপনারই। বল্লারীর ক্ষুদ্রশক্তি আপনার নিজ শক্তির মতই আপনার সকল কার্য্যে সহায়তা করিবে ।” শিবাজির বিজয়-পতাকা বল্লারীর দুর্গে উড়িল না। মালবাই দেসাইন বল্লারীর যেমনু রাণী ছিলেন, তেমনি রাণীই রহিলেন। কিন্তু তিনি আর শিবাজির শত্রু নন, পরম মিত্র, মিত্রেরও বেসি ॥-কার্য্যতঃ বাল্লারী শিবাজির নিজের রাজ্যের মত হইল । কিন্তু, বল্লারীবাসী বল্লারীশ্বরীর অপূর্ব বিক্রমে ও মহিমায় পূর্ববৎ স্বাধীনই রহিল।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।