পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9WR আর্য্য-নারী । সহায়তা করিবেন। এই মর্ম্মে শিবাজির সঙ্গে বিজাপুর ও গোলকুণ্ডার রাজার বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হইলেন। কিন্তু সহসা, শিবাজির মৃত্যু হইল। রাজ্য রক্ষার সকল ব্যবস্থাই অপূর্ণ রহিল। এমন কি, এই আসন্ন বিপদে মারাঠা রাজ্যের রাজপদে-মারাঠা জাতির নায়কের পদে,-কে বসিবে, তাহারো কোন পাকা বন্দোবস্ত তিনি করিয়া যাইতে •ांख्रिश्न न् । শিবাজির জ্যেষ্ঠপুত্র শস্তাজি একমাত্র সাহস ও রণকৌশল ব্যতীত পিতার আর কোন গুণের বিন্দুমাত্রও পান নাই। পিতার শাসনে ও তাড়নায় শাস্তাজি একবার পিতার বিরুদ্ধে মোগল সেনাপতি দিলীর খ্যার সঙ্গে যোগ দেন। পরে পলাইয়া আবার পিতার আশ্রয় গ্রহণ করেন । পিতার মাৰ্জনা পাইয়াও শাস্তাজির চরিত্র সংশোধন হইল না । অবশেষে শিবাজি পুত্রকে বন্দী করিয়া রাখিতে বাধ্য হন। শিবাজির মৃত্যুকালেও শাস্তাজি বন্দী অবস্থায় ছিলেন। ܘܘܐ যাহা হউক, মৃত্যুকালে শিবাজি বলিয়া যান-যে, রাজ্য দুই ভাগ করিয়া দক্ষিণ ভাগ শাস্তাজি এবং উত্তর ভাগ ভঁাহার দ্বিতীয় পুত্র রাজারাম গ্রহণ করিলে ভাল, হয়। কিন্তু শাস্তাজি যে তঁাহার এ ব্যবস্থা মানিবে না, শাস্তাজির দুশ্চরিত্রতা হইতে যে রাজ্যের বিশেষ বিপদের সম্ভাবনা তাহাও তিনি বলেন। তিনি আরও বলেন, যে, শাস্তাজি এবং ঔরংজেব দুইজনেই রাজ্যেয় সমান শত্রু । কিন্তু মন্ত্রিগণ ও সেনাপতিগণ সকলে