পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उों ब्रांबाहै । একমত হইয়া প্রাণপণে রাজ্য রক্ষার চেষ্টা করিলে সকল বিপদ छून श्एद । শিবাজির মৃত্যুর পর মন্ত্রিগণ বিবেচনা করিয়া দেখিলেন, শম্ভাজি আপনি চরিত্রদোষে রাজ্য রক্ষা ও রাজ্য শাসনের সম্পূর্ণ অযোগ্য । রাজ্য ভাগ করিলেও বিরোধ চলিবে । বিভেদের ও বিরোধের অবশ্যম্ভাবী ফল বিশৃঙ্খলা ও দুর্বলতা। এ দিকে রাজারাম এখনো বালক মাত্র । আপাততঃ রাজ্য শাসনের ভার তঁহাদেরই হাতে থাকিবে। পরে রাজারামকেও তাঁহারা উপযুক্ত শিক্ষা দানে উচ্চ আদর্শে গড়িয়া নিতে পারিবেন। সুতরাং রাজারামকেই তাহার রায়গড়ের সিংহাসনে বসাইবেন, এই সংকল্প কৱিলেন । কিন্তু তঁহার একটি বড় ভুল করিলেন। সেনাপতিকে আপনাদের পরামর্শে ডাকিলেন না। এদিকে শাস্তাজি কৌশলে কারামুক্ত হইয়া সকলের আগে সেনাপতির সঙ্গে যোগ দিলেন । সেনাপতির সাহায্যে অতি সত্বর রায়গড়ের সিংহাসন তঁহারই অধিকৃত হইল এবং তঁাহার বিরোধী মন্ত্রিগণ কেহ কারারুদ্ধ এবং কেহ নিহত হইলেন । শাস্তাজির বিমাতা রাজারামের জননী মন্ত্রীদের পরামর্শের মধ্যে ছিলেন। লিখিতে লজ্জা হয়, মহাপুরুষ শিবাজির কুলাঙ্গার পুত্র নিষ্ঠৱ শাস্তাজি শিবাজির এই বিধবা মহিষীকে কারাগারে অনাহারে শুষ্ক করিয়া হত্যা করে । বালক রাজারাম বন্দী অবস্থায় রহিলেন ।