পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sከቻ”8 च-नौ । ভবিষ্যতে রাজারামের যিনি সহধর্ম্মিণী হুইয়াছিলেন, তিনিই আমাদের এই আখ্যায়িকার নায়িকা-তারাবাই । সাহসে, বীরত্বে, রাজনীতিকৌশলে, চরিত্রের দৃঢ়তায় এবং সাধারণ মানসিক শক্তিতে তারাবাইএর ন্যায় রমণী সে সময় মারাঠা দেশে অল্পই দেখা যাইত। যুদ্ধে এবং অন্যান্য সহস্ৰ বিশৃঙ্খলা ও বিপদের মধ্যেও আপন শক্তি রক্ষায় ও রাজ্য শাসনে ভারতনারীরাও যে কতদূর উচ্চ মানসিক শক্তির অধিকারিণী ছিলেন, তারাবাইএর জীবন তাহার একটি প্রধান जूकेखि। ( R ) ২২ জরৎজেব তাহার বিপুল সৈন্য লইয়া দক্ষিণ ভারতে আসিয়াছেন। তখন শাস্তাজির অত্যাচার ও কু-শাসনে মারাঠারাজ্যময় কেবল বিশৃঙ্খলা। তিনি নিজে দুশ্চরিত্র ; সঙ্গীদিগকে লইয়া, রাত্রিদিন ভোগ বিলাসেই বিভোর হইয়া আছেন ! “এই বিপদে মন্ত্রী ও কর্ম্মচারিগণের কোন উপদেশই তিনি গ্রাহ করিলেন না। সে সময় শাস্তাজি অপেক্ষা বিজাপুর ও গোলকুণ্ডার রাজারা ঔরংজেবের প্রবলতর শত্রু ছিলেন। ঔরংজেব প্রথমেই মহারাষ্ট্র আক্রমণ না করিয়া আগে ইহাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিলেন। তিন বৎসরের মধ্যে দুইটি রাজ্যই ধ্বংস হইল। শিবাজির সন্ধির কথা মত শাস্তাজি ইহাদিগকে কোন সাহায্যই করিলেন