তারাবাই । ày না । দক্ষিণভারতে বিস্তীর্ণ মোগল প্রদেশ স্থাপিত হইল । * এইবার ঔরংজেব মারাঠাদেশ আক্রমণ করিলেন। বিশৃঙ্খল ও কু-শাসনে দুর্বল মারাঠা দেশে দুর্গের পর দুর্গ ঔরংজেবের হাতে পতিত হইতে লাগিল । শেষে দুর্ভাগ্য শাস্তাজিও সপরিবারে ঔরংজেবের হাতে বন্দী হইলেন । ঔরংজেব শাস্তাজিকে মুশলমান ধর্ম্ম গ্রহণ করিতে বলিলেন। সম্ভবতঃ মুশলমান ধর্ম্ম গ্রহণ করিলে ঔরংজেবের অধীনে কোন জায়গীর বা উচ্চ রাজকর্ম্ম পাইয়া ভোগ বিলাসেই তিনি বাকী জীবন কাটাইতে পারিতেন । কিন্তু হাজার হইলেও শিবাজির শোণিতেই তঁহার জন্ম। রাজপুত্র ও রাজা শাস্তাজি যে মহত্ত্ব কখনো দেখাইতে পারেন নাই, রাজ্যহারা বন্দী শাস্তাজি আজি সেই মহত্ত্ব দেখাইলেন । অতি কঠোর শাস্তিতে তাহার মরিতে হইবে জানিয়াও তেজস্বী শম্ভাজি অতি ঘূণার সহিত ঔয়াইজেবকে তিরস্কার করিয়া তাহার প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন । অবিলম্বে তাহার প্রাণদণ্ডের আজ্ঞা হইল । জল্লাদরা তপ্ত লোয়ার শলায় আগে তঁাহার চক্ষু বিঁধিল ; তঁহার জিহবা কাটিয়া ফেলিল, তারপর তঁাহার প্রাণনাশ করিল । বীরভাবে নীরবে সব সন্থা করিয়া, জীবন-ভরা পাপের
- মোগল সাম্রাজ্যের পতনের সময় এই প্রদেশ হইতেই নিজাম-রাজ্য গঠিত হয়। BBBCLLBLB LLBB YBZ BLB KLLLDLSSLDz TTLLLLLLL S