তারাবাই । Syd ছাউনি ফেলা, ছাউনি তোলা ও চলা ফেরা করা যে কত বড় একটা হাঙ্গামের ব্যাপার তাহ সহজেই বুঝা যায়। কিন্তু এসব যাই হউক, বিপুল মােগল সৈন্য একবার সাজিয়া দল বঁধিয়া দাড়াইতে পারিলে, সম্মুখ যুদ্ধে তাহদের কাছে আসিতে BEB TDD DDD D BBD DD D S DBBDLu BBB বুঝিত ; তারা সম্মুখ যুদ্ধে কখনো অগ্রসর হইত না। দেশময় ছোট ছোট দলে তারা মোগল সৈন্যকে সুযোগ মত লাঞ্ছনা ও তাড়না করিত। মোগল সৈন্য যেদিকে অগ্রসর হইত, তারা সেদিক হইতে সরিয়া, ঘুরিয়া মোগলের পিছনে আসিয়া পড়িত। সুযোগ মত মোগলদের রসদ লুঠত ; বিচ্ছিন্ন ছোট কোন মোগল সৈন্যদলু পাইলে সহসা তাহাদিগকে আক্রমণ করিয়া, মারিয়া কাটিয়া লুঠিয়া দ্রুত পলায়ন করিত। মোগলদের চেষ্টা ছিল, কোনও মতে একবার মারাঠা সৈন্যদের একস্থানে ধরিতে পারিলে একেবারে পিষিয়া মারিবেন। ধরিতে পারিলে যে তাই হইত, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু মারাঠারা এরূপ ধরা কখনো দিল না। ঔরংজেব তঁহার বিপুল মোগল সৈন্য,-সঙ্গে অসংখ্য•লোকজন, দোকান পসরা, রসদ ও অন্যান্য স্তােপ স্তুপ প্রয়োজনীয় ও অপ্রয়ােজনীয় বহুবিধ দ্রব্য সামগ্রী লাইয়া মারাঠাদের ধরিবার জন্য এস্থান হইতে ওস্থানে যাতায়াত করিতেন, আর মারাঠারা ছোট ছোট দলে ফাকে ফঁাকে ফিরিয়া তাদের লাঞ্ছনা ও বিড়ম্বনার একশেষ করিত। এইরূপে যুদ্ধ চলিতে লাগিল । ঔরংজেব ক্লান্ত হইয়া পড়িলেন। যে
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।