ज९शूखा । SS মধ্যে"যখন প্রাধান্য লইয়া বিষম বিবাদ উপস্থিত হইল, তখন, ঋষিগণ জৈনদিগের দমন জন্য যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞকুণ্ড হইতে, পুৱীহর, চালুক, প্রমার এবং চোহান নামক চারি জন বীরপুরুষ উঠিলেন। ইহার মধ্যে চোহানই বীরত্বে সর্বপ্রধান। ইহারই বিক্রমে জৈনকুলের শক্তি নাশ হইয়া, ভারতে আবার, হিন্দুর প্রাধান্য হইল। রাজপুত জাতির ঐ চারিবংশই অগ্নিকুল বলিয়া ইতিহাসে পরিচিত। সূর্য্যবংশীয় রাজপুতগণের মধ্যে মিবারের রাণারা এবং মারবারের রাঠোর রাজবংশই প্রধান। রাজপুত জাতির, ইহাই সংক্ষিপ্ত পরিচয়। ( R ) eষ্টীয় একাদশ শতাব্দীর প্রথম ভাগে, গজনীর রাজা <e সুলতান মামুদ, দ্বাদশ বার ভারতবর্ষ আক্রমণ করেন। তিনি অনেক নগর লুঠেন এবং অনেক দেবমূর্ত্তি ভাঙ্গিয়া ফেলেন। কিন্তু, একমাত্র পাঞ্জাব ব্যতীত আর কোন দেশ তিনি অধিকার করিতে পারিলেন না । ইহার পর দেড়শত বৎসরের অধিককাল আর কোন মুশলমান ভারতবর্ষ আক্রমণ করেন নাই। পরে, দ্বাদশ শতাব্দীর শেষভাগে আফগানিস্থানের অন্তর্গত ঘোর রাজার ভ্রাতা ও সেনাপতি সাহাবুদিন মহম্মদ ঘোরী ভারতবর্ষ অধিকার করিবার ইচ্ছায় বহুবার ভারতবর্ষ আক্রমণ করেন ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।