পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 अiरी-नांदी । সাধিক তারাবাই মনেও করিতে পারিলেন না । সাহুর হাতে মারাঠা রাজ্য সঁপিয়া দেওয়া আর মোগলের হাতে সঁপিয়া দেওয়া একই কথা । এই ভাবিয়া তারাবাই আপনি জাতির জাতীয়ত্বের গৌরবে দৃঢ় হইয়া বসিলেন। বলজিবিশ্বনাথকে তিনি প্রতিভাশালী পুরুষ বলিয়া জানিতেন ; সাহুিকে যদি বলজিবিশ্বনাথ আপনার হাতে রাখিতে পারেন, তবে তার শক্তির প্রভাবে দেশ মোগলের হাতে না-ও যাইতে পারে ; কিন্তু, বলজিবিশ্বনাথের নিজের হাতে যাইবে। সাহু রাজা হইলে, দেশ, হয় মোগলের, নয় পেশোয়ার শক্তির অধীন হইবে। শিবাজির প্রতিষ্ঠিত শিবাজির পুত্র রাজারামের রক্ষিত ও শাসিত দেশে শিবাজির বংশধরগণের আধিপত্য আর থাকিবে না। এমন অবস্থায় শিবাজির পুত্রবধু, রাজারামের সহধর্ম্মিণী, মারাঠারাজ্যের বর্তমান নেত্রী, তিনি কোন প্রাণে অক্ষম সাহুর হাতে রাজ্য সঁপিয়া দিতে পারেন ? তারাবাই আপনার পক্ষ সুগঠিত করিয়া অদম্য তেজে ও বিক্রমে সাহু ও বলজিবিশ্বনাথের বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন । সাহু সেতারায় এবং দ্বিতীয় শিবাজিতক লইয়া তারাবাই কোহলাপুরে রাজধানী স্থাপন করিলেন। বলজিবিশ্বনাথের কৌশলে একটি একটি করিয়া তারাবাইএর পক্ষীয় মারাঠা নেতাগণ, আঁহাকে ত্যাগ করিয়া সাহুর পক্ষে যাইতে লাগিলেন। ক্রমে এইরূপ ক্ষীণবল হইয়াও তারাবাই অর্ক মহারাষ্ট্রে আপনি শক্তি অক্ষুদ্র রাখিলেন। কিন্তু সহসা