পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R o o v-sist আমিই এ রাজ্যের রাণী । আজ হইতে এ রাজ্যের শাসন ভার আমিই নিজের হাতে নিব। কুলাঙ্গার! কাপুরুষ ! এই বীরবংশের কলঙ্ক তুই, আজ হইতে আমার আদেশে कब्रिांशiद्ध बनी थांकिवि ।” রামরাজাকে কারাগারে বন্দী করিয়া তেজস্বিনী বৃদ্ধ আপনার হাতে রাজ্য শাসনের ভার গ্রহণ করিলেন । পেশোয়া এই সংবাদ পাইয়া অবিলম্বে মারাঠা দেশে ফিরিয়া মাসিলেন । তারাবাইএর একমাত্র সহায় দামাজি । কিন্তু চতুর পেশোয়ার কৌশলে দামাজি বন্দী হইলেন ; উর্তার সৈন্য বিধ্বস্ত হইল। পেশোয়ার বিরুদ্ধে আর আত্মশক্তি রক্ষা করা তারাবাইএর পক্ষে সুসাধ্য হইল না। পেশোয়ার হাতে রাজশক্তি ছাড়িয়া দিতে তিনি বাধ্য হইলেন । পেশোয়া বন্দী রামরাজাকে কারামুক্ত করিয়া নাম মাত্র সেতারার রাজ পদে ভঁাহাকে রাখিলেন। পুনায় রাজধানী স্থাপন করিয়া আপন শক্তিতে তিনি এখন মারাঠা রাজ্য শাসন করিতে লাগিলেন । তারাবাইএর পতনে পেশোয়ার প্রভুত্বের বিরুদ্ধে সকল বাধা, দূর হইল। পেশোয়াকেই এখন সকলে মারাঠা রাজ্যের শ্রেষ্ঠ প্রভু বলিয়া মানিল। তারাবাইএর জীবনব্যাপী কামনা এবং সংগ্রাম কেবল তঁাহার অসামান্য জীবনের পরিচয়মাত্র हमूों ब्रहिण ।