পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਠਟਸਫੋ|| (প্রথম-লহরী। ) () ) शीर्छ। DD DBDD LLL tBS BB উঠিতেছিলেন, তখন গুজরাট হইতে উড়িষ্যা পর্য্যন্ত সমস্ত মধ্যভারত জুড়িয়া মারাঠারাজ্য বিস্তৃত হয়, একথা পূর্বেই লিখিত হইয়াছে । ইহার পশ্চিম প্রান্তে গুজরাট ও বরদা প্রদেশে পিলাজি দামাজি গাইকোয়ার এবং পূর্বপ্রান্তে নাগপুর প্রদেশে রঘুজুি ভোস্লা নিজ নিজ প্রাধান্য স্থাপিত করেন। এই দুইজন শক্তিশালী মারাঠা নেতা প্রথমে পেশোয়াদের প্রতিদ্বন্দী ছিলেন । কিন্তু পরে তঁাহারা মারাঠা দেশে পেশোয়ার প্রভুত্ব মানিতে বাধ্য হন।

    • বরদা ও নাগপুরের মধ্যবর্ত্ত বিস্তীর্ণ প্রদেশ দ্বিতীয় পেশোয়া বাজিরাও অধিকার করেন। মলহরীরাও হোলকার এবং রণজি সিন্ধিয়া নামে তাঁহার দুইজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। বাজিরাও তাঁহার নূতন্ন অধিকৃত এই বিস্তীর্ণ ভূখণ্ডের পশ্চিম ভাগ ইন্দোরপ্রদেশ মলহররাও হােলকারকে এবং পূর্বভাগ গোয়ালিয়ার প্রদেশ রণজি সিন্ধিয়াকে দান করেন। বাজিরাও-এর অনুগত থাকিয় তাহারা নিজ নিজ প্রদেশ শাসন করিবেন। BBBS BDB DDD DD DDBDS BDBBB BBY BD DDD