পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ro R আর্য্য-নারী। কৱিবেন, এইরূপ বন্দোবস্তে র্তাহারা এই দুইটি প্রদেশের কর্তৃত্ব পাইলেন । সুতরাং এখন মারাঠা সাম্রাজ্য মোটের উপর পাঁচভাগে বিভক্ত হইল। দক্ষিণ ভারতের পশ্চিম উপকূল জুড়িয়া আদি মারাঠা দেশ পেশোয়ার শাসনাধীনে রহিল। কেবল কোহলাপুরে ও সেতারায় শিবাজির দুই বংশধর রাজারামের দ্বিতীয় পুত্র শাম্বজি এবং সাহুর পোষ্য স্বরূপ তারাবাইএর পৌত্র রামরাজা রাজা নামে অতি ক্ষুদ্র ভূসম্পত্তির অধিকারী হইয়া রহিলেন। তারপর গুজরাট হইতে উড়িষ্যা পর্যন্ত সমস্ত মধ্যভারত জুড়িয়া বরদা, ইন্দোর, গোয়ালিয়র এবং নাগপুর পরপর এই চারিটি ब्रांखा श्रेया । L0L BBBLLLLL LL LL DBBD DBBLLL LBBBDB বরদায় দামাজি গাইকোয়ার, ইন্দোরে মলহরীরাও হোলকার, গোয়ালিয়ারে রণজি সিন্ধিয়া এবং নাগপুরে রঘুজি ভোসলা রাজা ছিলেন । ইহারা সকলেই পেশোয়াকে সকলের উপথয়ে প্রভু বলিয়া মানিতেন বটে, কিন্তু নিজ নিজ অধীনস্থ প্রদেশ স্বাধীন রাজার ন্যায় শাসন করিতেন । • সকলের অধীনেই বৃহৎ সৈন্যদল ছিল। এই সৈন্য লইয়া, সকলেই প্রায় নিজ ইচ্ছামত যুদ্ধ বিগ্রহ করিতেন । মোগল সাম্রাজ্য শক্তিহীন হইতেছে, “ এই জীর্ণ সাম্রাজ্য ভাঙ্গিয়া ভঁাহার স্থানে ভারতে মারাঠা সম্রাজ্য প্রতিষ্ঠা করিবার "উচ্চ সংকল্প প্রথমে বাজিরাও এর মনে উদিত হয় ৭ এই সংকল্প