অহল্যাবাই । T es) সিদ্ধির জন্য তিনি ও তঁাহার সেনাপতিগণ চারিদিকে তঁহাদের বিজয়ী সৈন্য চালনা করিতে আরম্ভ করেন। মধ্যভারত মারাঠারাজ্যভুক্ত হইল এবং উত্তর ভারতের অনেক প্রদেশ মারাঠাদিগকে কর দিতে আরম্ভ করিল। বাজিরাও এর মৃত্যুর পর র্তাহার পুত্র তৃতীয় পেশোয়া বলজি বাজিরাও পিতার নির্দিষ্ট পথেই চলিতে থাকেন। মারাঠা রাজগণ ও সেনাপতিগণ সমস্ত উত্তর ভারত ছাইয়া ফেলিলেন । পেশোয়ার ভ্রাতা রাঘব একবার দিল্লী পর্য্যন্ত অধিকার করিয়া বাদ্যসাহিকে নিজের ইচ্ছামত শাসন কার্য্যের ব্যবস্থা করিতে বাধ্য করেন, এবং পাঞ্জাব জয় করিয়া সেখানে.একজন মারাঠা শাসনকর্ত্তা নিযুক্ত করেন । , ইহার দুই বৎসরকাল মধ্যেই পেশোয়ার খুল্লতাতপুত্র ও প্রধান সেনাপতি সদাশিবরাও ভাও পেশোয়ার পুত্র বিশ্বাসরাওকে লইয়া দিল্লী অধিকার করিয়া লুণ্ঠন করেন। বিশ্বাসরাওকে তিনি ভারত সম্রাটু বলিয়া ঘোষণা করিবেন, এইরূপ মনস্থ করিলেন। কিন্তু তাহার প্রতিকুলে এক প্রবল শক্র ছিলেন। তাই ইহাকে দমন করা পর্যন্ত এই ঘোষণার কার্য্য স্থগিত রাখিলেন। , A. এই শক্র আফগান-রাজ আমেদ সাহ দুরাণী । ইনি অতিশয় পরাক্রান্ত ছিলেন এবং এই সময়ে তিনি ক্রমে ছয়বার ভারতবর্ষ আক্রমণ করিয়া দিল্লী ও নিকটবর্ত্তী প্রদেশসমূহ বিধবন্ত ও লুণ্ঠন করেন ৭ মারাঠাদের সঙ্গে ইহার মধ্যে মধ্যে সংঘর্ষ হইত।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।