পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ROS আর্য্য-নারী । মোগল সাম্রাজ্যের এখন কোন শক্তি নাই বলিলেও হয় । বিভিন্ন প্রদেশের শাসনকর্ত্তারা এখন নিজ নিজ প্রদেশে স্বাধীন রাজার মত হইয়াছেন। ভারতের মুশলমান শাসনকর্ত্তা বা রাজারা সকলে মারাঠাদের ভয়ে যারপরনাই ভীত হইয়া উঠিলেন। তঁহারা দেখিলেন, মুশলমান মোগল সাম্রাজ্যের স্থানে ভারতে হিন্দু মারাঠা সাম্রাজ্য স্থাপিত হইতে চলিয়াছে। S SLEB DDBBD DBBB SBYS SDBLBDBDS S S SDDDD অচিরেই সম্পূর্ণরূপে তাঁহাদের মারাঠার অধীন হইতে হইবে। সুতরাং মারাঠাশক্তি দমন করিবার জন্য তাহারা সকলে প্রবল পরাক্রান্ত আফগানরাজ আমেদসহ দুরাণীর সঙ্গে মিলিত হইলেন । ১৭৬১ খৃষ্টাব্দে দিল্লীর নিকটে পানীপথ ক্ষেত্রে মারাঠা ও মুশলমানে ভীষণ যুদ্ধ হইল। মারাঠারা পরাস্ত হইলেন। সদাশিব ও বিশ্বাসরাও নিহত হইলেন । ইহার পর মারাঠা শক্তি অনেক পরিমাণে দুর্বল হইয়া পড়িল। পেশোয়া বলজি বাজিরাও ভগ্নহৃদয়ে প্রাণত্যাগ করিলেন । অন্যান্য মারাঠা রাজাদের উপর পেশোয়াদের প্রভুত্ব নাম মাত্র রহিল। মারাঠা সাম্রাজ্য কার্য্যতঃ একেবারে পাঁচটি পৃথক রাজ্যে বিভক্ত হুইয়া পড়িল। ‘যুদ্ধের পর মুশলমান রাজগণের একতার বন্ধন শিথিল হইল। ও উত্তর”ভারতে বহু বিভিন্ন রাজ্য হইল। দিল্লীর সম্রাট, সম্রাট নাম মাত্র লইয়া দিল্লীতে রহিলেন।