পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Moe च1ि-बी । বসিয়া গ্রাম্য পাঠশালার শিক্ষকের সঙ্গে গ্রামের অবস্থাদি সম্বন্ধে আলাপ করিতেছেন, এমন সময়ে ছোট একটি মেয়ে আসিয়া সেখানে দাড়াইল। মেয়েটি তেমন সুন্দর নয় বটে, কিন্তু তার মুখ ভরা অপূর্ব এক জ্যোতিতে তাকে দেব-বালিকার মত দেখাইতে লাগিল। সকলে মুগ্ধ হইয়া কহিলেন-“বাঃ ! মেয়েটি যেন সাক্ষাৎ ভগবতী ! এটি কে ?” শিক্ষক কহিলেন,-“এটি আমার একজন ছাত্রী, নাম অহল্যা । এই গ্রামবাসী আমার বন্ধু আনন্দ রাও শিন্দের কন্যা। আনন্দরাও এর অনেক দিন সন্তানাদি হয় না ; শেষে এক সন্ন্যাসীর উপদেশে সন্তান কামনায়, কোহলাপুরে গিয়া জগদম্বাদেবীর আরাধনা করেন। আনন্দরাও স্বপ্নে দেখিলেন, স্বয়ং জগদম্বা আসিয়া বলিতেছেন,-“আমি তোমার ঘরে তোমার কন্যা হইয়া জন্মিব।” আনন্দরাও এর স্ত্রীও স্বপ্নে দেখিলেন, কোন এক দেবী তাহার কপালে সিদূর দিয়া, তাহার কোলে একটি কন্যা দিলেন । ইহার পরেই অহল্যার জন্ম হয়। অহল্যার ভগবতী অংশেই জন্ম হইয়াছে বলিয়া আমরা বিশ্বাস করি। শিশুকাল হইতেই অহল্যা যেমন বুদ্ধিমতী, তেমনি ७शन शाख ७ मभूब eज्ञडि। नकशश् अश्णाटक बद्ध ভালবাসে। আমার পাঠশালায় অহল্যা পড়ে। অহল্যার মাত্র এই নয়। বৎসর বয়স, কিন্তু ইহারি মধ্যে সে অনেক শিখিয়াছে। অহল্যা যার ঘরে যাইবে, অহল্যার চরিত্রে তার ঘর পবিত্র ও द्धि अभी होय ।”