পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । ROʻ মলহরীরাও ভাবিলেন, অহল্যা তারি। ঘরে যাইবে ! তিনি তাহার পুত্র খণ্ডেরাও এর সঙ্গে অহল্যার বিবাহ দিলেন। দরিদ্র-কন্যা অহল্যা রাজ-বধু হইয়া রাজার ঘরে গেলেন। কিন্তু দরিদ্রের ঘরের দরিদ্রের বধূর ন্যায় তিনি নিজের হাতে গৃহকর্ম্ম ও শ্বশুর শাশুড়ীর সেবা করিতেন। রাজার ঘরে দাস लागौन अडाद श्णि ना। किलु अश्गा श्रृंश्कट्र ७ श्रख्न শাশুড়ীর সেবায় দাস দাসীর অপেক্ষা করিতেন না। রাত্রি থাকিতে সকলের আগে উঠিয়া তিনি গৃহকর্ম্ম আরম্ভ করিতেন, এবং সমস্তদিন অক্লান্তভাবে বিনাবিশ্রামে পরিশ্রম করিয়া শ্বশুর। শাশুড়ীর আহারান্তে শয়ন করিতে যাইতেন । অহল্যার চুরিত্রগুণে ও সেবা-শুশ্রুষায়, দীপ্ত সিংহের ন্যায় পরাক্রান্ত, রণদুৰ্জয়, তেজস্বী ও দৃঢ়চেতা মহাবীর মলহরীরাও, মাতার নিকট কোমল শিশুর ন্যায় বধূর অনুগত হইলেন। কোন অবস্থায় অহল্যার কোন প্রার্থনা তিনি অগ্রাহা করিতে পারিতেন না । পীড়িতাবস্থায় চিকিৎসকগণ, মন্ত্রিগণ, এমন কি, তঁাহার স্ত্রী পর্য্যন্ত র্তাহাকে ব্যবস্থামত ঔষধ পথ্যাদি খাওয়াইতে পারিতেন না, কিন্তু অহল্যা রোগের তৃষ্ণার সময় জলটুকু পর্যন্ত র্তাহাকে যতটুকু খাইতে বলিতেন, তিনি তার বেসি খাইতেন না । বালিকা বয়সেই তুহল্যার ধর্ম্মের প্রতি শ্রদ্ধা ভক্তিও যারপর-নাই প্রবল ছিল। অল্প বয়সেই তিনি মন্ত্রদীক্ষা গ্রহণ করিয়া রীতিমত পূজা অৰ্চনা আরম্ভ করেন। বালিকা বলিয়া শ্বশুর।