পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re y । अरी-बांईौ । শাশুড়ী বা অন্য গুরুজন কেহ পাছে তাহাকে বাধা দেন, এজন্য পূজা অৰ্চনা তিনি অনেক সময় লুকাইয়া করিতেন। এইরূপে গৃহকর্ম্মে শ্বশুর শাশুড়ীর সেবায় এবং পূজা-অৰ্চনায় নিত্যব্রতপরায়ণ রাজবধু অহল্যার জীবনের আরো নয় বৎসর কাটিল। অহল্যার একটি পুত্র ও একটি কন্যা হইল। কিন্তু এই আঠার বৎসর বয়সেই অহল্যার জীবনের গৃহধর্ম্মের সব সুখ শেষ হইল। অহল্যার স্বামী খণ্ডেরাও কোন যুদ্ধে নিহত হইলেন । স্বামীর মৃত্যু সংবাদ পাইয়া অহল্যা চিতায় আত্মবিসর্জন করিয়া স্বামীর অনুগমন করিতে প্রস্তুত হইলেন। কিন্তু মলহরীরাও বালকের ন্যায়। কঁাদিয়া অহল্যার কোলে মাথা রাখিয়া কহিলেন,-“মা, আমি তোমার ছেলে, আমায় ফেলিয়া কোথায় যাবে মা ? আমার খণ্ডু নাই, তুমি আছ। কোন দিনই খণ্ডুর চেয়ে বেসি বই কম ছিলে না, আজ খণ্ডুর অভাব খণ্ডুর দুঃখ তোমাকে দিয়া, তোমার দিকে চাহিয়া ভুলিতে পারিব। খণ্ডু গিয়াছে, আমার খালি ঘর ভরিয়া ঘরের লক্ষনী তুমি আমার কাছে থাক। আমার গৃহের কত্রী, রাজ্যের সহায় তুমি হস্তু। খণ্ডু যে আমার নাই, সে কথা আমি কখনো মনে করিতে পারিব না। মা যেমন ছেলেকে রাখে, তেমনি আজ থেকে আমাকে তোমার কোলে রাখ। মা যেমন ছেলের সহায়, তেমনি আজ থেকে তুমি আমার সকল কার্য্যের সহায় হও । আমার এই দুঃখের সাগরে মা, এক ফেলিয়া যেয়ে না।”