পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযুক্তা। V) কোন কোন রাজা তঁহাকে সার্বভৌম বলিয়া স্বীকার করিতে ঢাহিলেন বটে, কিন্তু পৃথিরাজ এবং তাঁহার পুরম সুহৃদ মিবাররাজ বীরশ্রেষ্ঠ সমরসিংহ তাহার এই উপাধি গ্রাহ্য করিলেন না। জয়চাঁদ আপনার সার্বভৌম পদ প্রতিষ্ঠার জন্য একটি রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করিলেন। ভারতের বিভিন্ন রাজ্যের রাজগণ সকলেই নিমন্ত্রিত হইলেন, কেবল পৃথিরাজ, ও সমরসিংহের নিমন্ত্রণ হইল না । তঁহাদিগকে অপমান করিবার জন্য জয়চাদ, পৃথুিরাজ ও সমরসিংহের দুইটি প্রতিমূর্ত্তি নির্ম্মাণ করিয়া যজ্ঞসভার দ্বারপালরূপে সেই দুইটিকে স্থাপিত করিলেন। যজ্ঞের পরেই সংযুক্ত স্বয়ম্বর হইবেন বলিয়া জয়চাঁদ ঘোষণা করিলেন। যথাসময়ে সংযুক্ত পিতার আদেশে বরমাল্য লইয়া সভাগৃহে প্রবেশ করিলেন। তিনি জানিতেন, পৃথি রাজের নিমন্ত্রণ হয় নাই, কিন্তু দ্বারপালরূপে পৃথিরাজের প্রতিমূর্ত্তি সভাগৃহের দ্বারদেশে আছে। সমবেত রাজগণকে উপেক্ষা করিয়া, সংযুক্তা, সেই প্রতিমূর্ত্তির গলে বরমাল্য অৰ্পণ করিলেন। ক্রোধে ও ঘূণীয় জয়চাদ উন্মত্তের ন্যায় হইলেন। কিন্তু স্বয়ম্বর সভায় স্ব-ইচ্ছায় সংযুক্ত পৃথি রাজের গলায় বরমাল্য দান করিয়াছেন, অন্য কোন রাজা তঁহাকে আর বিবাহ করিবেন? জয়চাঁদই বা কোন মুখে অন্যের হস্তে সংযুক্তাকে সম্প্রদান করিতে চাহিবেন ? সরোষে যথেচ্ছ তিরস্কার করিয়া তিনি সংযুক্তাকে অন্তঃপুরে পাঠাইলেন।