পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

总分总 чјбЈ-а || দেহ আশ্রয় করিয়া নিজের প্রতিশোধের কথা বলিতেছে, এইরূপ সকলের মনে হইত । পুত্র যত দুশ্চরিত্রই হউক, মাতা তার প্রতি একেবারে স্নেহশূন্য কখনো হইতে পারেন না। পুত্রের পৈশাচিক প্রকৃতিতে অহল্যা পুত্রের মৃত্যু কামনা করিয়াছেন বটে, কিন্তু আজ তাহার এ যাতনা চক্ষে দেখিয়া আর সন্থা করিতে পারিলেন না । পুত্রের পাশে বসিয়া দিবারাত্রি অহল্যা পুত্রের এই যাতনামুক্তির জন্য করযোড়ে প্রেতাত্মার নিকট প্রার্থনা করিতেন। প্রেতাত্মার মন্দির নির্ম্মাণ করিয়া দিতে চাহিলেন ; তার পরিাবারের ভরণপোষণের জন্য জায়গীর দিতে চাহিলেন ; কিন্তু কিছুতেই কিছু হইল না। প্রেতাত্মার প্রভাবেই হউক, আর রোগের প্রভাবেই হউক, রাজা হুইবার পর মাত্র দশ মাসের মধ্যেই নিজ দুস্ক্রিয়ার ফলে মালেরাও এর ইহলীলা শেষ হইল । পুত্রের যাতনার মুক্তি হইল ; স্নেহময়ী भार्डी RsNo. শান্তিলাভ করিলেন। কিন্তু মায়ের প্রাণে পুত্রের শোক,-- এক মাত্র পুত্রের মৃত্যুশোক মায়ের প্রাণে কত বাজিল, তাহ মা ভিন্ন সংসারে আর কেহ বলিতে পারে না। একমাত্র মা-ই বুঝিতে পারিলেন। কিন্তু, রাজ্যের ও প্রজার হিতাকাঙিক্ষণী রাণী অহল্যা, রাজ্যের পক্ষে, প্রজাগণের পক্ষে, পুত্রের এ মৃত্যু মঙ্গল ঘটনা বলিয়া মনে করিলেন। পুত্রের মৃত্যুর পর রাজ্যশাসনের ভার অহল্যা নিজের হাতে গ্রহণ করিলেন ।