পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । RS8 শক্তিতে যদি এ রাজ্য আমি রক্ষা করিতে না পারি, বৃথা সেই মহাবীরের রাজ্যশাসনের সহযোগিনী হইয়াছিলাম ; বৃথা তার শাসিত এই রাজ্যে তার সিংহাসনে বসিয়াছি। এ রােজ্যরক্ষাত সহজ কথা,-আমি হাতে অস্ত্র ধরিয়া যুদ্ধে নামিলে পেশোয়ার সিংহাসন পর্য্যন্ত কঁাপিয়া উঠিবে। আপনারা ভীত হইবেন না । সাহসে ও উৎসাহে সকলে আমার সহায় হউন । স্বয়ং বাজিরাও ইন্দোরের শক্তিকে অবহেলা করিতে পারিতেন না। রঘুনাথ * তার কাছে কে ?” কর্ম্মচারিগণ একবাক্যে অহল্যার পক্ষে পেশোয়ার বিরুদ্ধে দাড়াইতে স্বীকৃত হইলেন। কিন্তু বুদ্ধিমতী অহল্যা : আত্মশক্তির অভিমানে কেবল নিজের সৈন্যবলের উপর নির্ভর করিলেন না। বরদার গাইকোয়ার রাজা, নাগপুরের ভেঁাসূল রাজা এবং অন্যান্য মারাঠা সামন্ত ও সর্দারগণের নিকট তিনি সহায়তা চাহিলেন । তাহাদের নিকট তিনি লিখিয়া পাঠাইলেন,- “পেশোয়ার সঙ্গে আমাদের সকলেরই সমান সম্বন্ধ । আমরা তাহার অধীন বটে ; কিন্তু অন্যায়পূর্বক আমাদের রাজ্য কাড়িয়া লইবার অধিকার তাহার নাই। আজ আমার যে বিপদ, কাল আপনাদেরও সেই বিপদ হইতে পারে। এইরূপ বিপদে পরস্পরের সহায়তাই আমাদের ন্যায্য অধিকার-রকার প্রধান উপায়। আশা করি এই বিবেচনায় কেহই আপনার এই বিপদে আমাকে সহায়তা দিতে বিমুখ হইবেন না।”