পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YalearTiate (विडीयू लश्ौ ) ( S) রা জপদে থাকিয়া রাজশক্তি পরিচালনার গৌরব •Y সকলের পক্ষেই বড় প্রলোভনের জিনিষ। এই প্রলোভনের বশে কত মানব যে কত রক্তপাত, কত বিশ্বাসঘাতকতা, কত আততায়িয়তার পাপে পৃথিবী কলঙ্কিত করিয়াছে, তাহার ইয়ত্তা নাই। কিন্তু, এই প্রলোভন, রাজপদে অধিষ্ঠিতা অহল্যার হৃদয়ে কখনো স্থান পায় নাই। হিন্দুরমণীরূপে পূজাঅৰ্চনা, অতিথি ব্রাহ্মণ সেবা, জনসাধারণের ধর্ম্মসাধনার সহায়তা, দীনদুঃখীর দুঃখ মোচন প্রভৃতি ধর্ম্মানুষ্ঠান, এবং রাণীরূপে প্রজার অভাব-অভিযোগ দূর করা, সৰ্ববিধ সুখশান্তি ও উন্নতি বিধানই, দেবীসদৃশী অহল্যার হৃদয়ের প্রধান কামনা ছিল। রাজ্যের মঙ্গলের জন্য কুলের গৌরবরক্ষার জন্য যেটুকু রাজক্ষমতা পরিচালনা নিতান্ত প্রয়োজন, তার বেসি কখনাে डिनि फ्राहिgङन ना । নারীরূপে ও রাণীরূপে তিনি যে সব কার্য্য জীবনের প্রধান ব্রত বলিয়া মনে করিতেন, তার জন্য যথেষ্ট অবসর তিনি খুজিতেন। তুকোজিকে যোগ্য সহযোগী পাইয়া তিনি তাহার