পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Roo अॉरी-बांदी। হায়! অহল্যার মত রাণী পৃথিবীতে কোন দেশে কয় জন ছিলেন ।

  • রাজ্যের উন্নতির জন্য, লোকের সুবিধার জন্য, দীন দুঃখীর দুঃখ ও অভাব দূর করিবার জন্য, দেবসেবার জন্য, রাজ্যমধ্যে যে তিনি কত অর্থব্যয়ে কত সৎকর্ম্মের অনুষ্ঠান করিয়াছেন,

उद्भ इंख इ बद्द् व् । রাজ্যের নানাস্থানে তিনি অনেক নূতন দুর্গ নির্ম্মাণ করেন। লোকের যাতায়াতের সুবিধার জন্য রাজ্যমধ্যে অনেক পথ, নদীর উপর অনেক সেতু নির্ম্মাণ করিয়া দেন। উচ্চ বিন্ধ্যপর্বত পার হইয়া লোকে যাহাতে সহজে অন্যত্র যাইতে পারে, সেই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তিনি পর্বতের উপর দিয়াও একটি পথ প্রস্তুত করিয়া দেন। জলকষ্ট নিবারণের জন্য রাজ্যময় শত জলাশয় ও কুপ খনন করেন। পথিকের কষ্ট নিবারণের জন্য পথের মাঝে মাঝে বিশ্রামাগার। নির্ম্মাণ করেন। পাখীরা বাসা বঁাধিয়া থাকিবে, পথিকেরা ছায়ায় বসিবে, ফল খাইবে, এই জন্য পথের দু’ধারে সুস্বাদু। ফলের বৃক্ষ রোপণ করেন। দেবসেবার জন্য মন্দিরে মন্দিরে দেশ ছাইয়া ফেলিঙ্কোন। গ্রীষ্মের দিনে পথের পাশে, ক্ষেতের ধারে, তৃষ্ণাতুর পথিক ও কৃষকের জন্য বহু জলসত্র খুলিতেন। দুর্ভিক্ষ হইলে দেশ বিদেশে তীর্থে তীর্থে তাহার অন্নসত্র বসিত। কেবল কি মানবের দুঃখেই দয়াময়ী মহিমময়ী অহল্যার হৃদয় কঁাদিত ? পশুপক্ষীদের কষ্টেও তিনি ব্যথিত হইতেন। গ্রীষ্মের দিনে, ক্ষেতের পশুদিগকে