পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । ROO) শুনাইতে আসিলেন। অহল্যা অতিকষ্টে কোন মতে পুস্তকখানি শুনিলেন ; তারপর কহিলেন,-“আপনি বৃথা অনেক পরিশ্রম করিয়াছেন। আমি বড় পাপিনী, আপনার এসব স্তুতি আমাকে সাজে না ।” 擎 এই বলিয়া অহল্যা পুস্তকখানি নর্ম্মাদার জলে ফেলিয়া দিলেন । ব্রাহ্মণকে বিনা পুরস্কারেই বিদায় করিলেন। আর কোন সংবাদ তাহার লাইলেন না । (७) ভ্রাজারা একদিকে যেমন দয়ায় ও ন্যায় ধর্ম্ম-অনুসারে প্রজারঞ্জন করিবেন, অপরদিকে তেমনি রুদ্রেরূপে দুষ্টের দমনে, অত্যাচার নিবারণ করিয়া প্রজারীক্ষা করিবেন,-ইহাই রাজধর্ম্ম বলিয়া প্রাচীন হিন্দুশাস্ত্রকারগণ বর্ণনা করিয়াছেন। তঁহাদের মতে রাজা একদিকে যেমন ফুলের চেয়ে কোমল, অপরদিকে তেমন বজের অপেক্ষাও কঠিন হইবেন। অহল্যা পুর্ণভাবে রাত্ত্বোচিত এই দুই বিপরীত গুণেরই অধিকারিণী ছিলেন। অহল্যা কতদূর কোমলপ্রাণা ও ধর্ম্মভীরু ছিলেন, তাহার পরিচয় পাঠিকারা সুমনেক পাইয়াছেন। যেমন তিনি মাতার ন্যায় স্নেহে প্রজা পালন করিতেন, নিঃস্বার্থভাবে প্রজাদের ন্যায়সঙ্গত সকল অধিকার রক্ষা করিতেন, অপরদিকে তেমনি প্রয়োজন হইলে রুদ্রমূর্ত্তি ধরিয়া দুষ্টের দমন করিতেন, অদম্য তেজস্বিতা এবং আটল দৃঢ়তার সঙ্গে আপনার রাজগৌরব রক্ষা করিতেন ।