অহল্যাবাই । TROIt ভীলেরা সেই অবধি অহল্যার অনুগত হইয়া রহিল। নারী বলিয়া অত্যাচারী কর্ম্মচারীর উপযুক্ত শাস্তি বিধানে তিনি কখনো ভীত বা কুষ্ঠিত হইতেন না। যে সব শক্তিশালী প্রধান কর্ম্মচারী তাহার রাজ্য রক্ষা ও রাজ্যশাসনের সহায় ছিলেন, র্যাহাদিগকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন, তাহারাও কোনরূপ অন্যায় করিলে কিম্বা তাহার রাজগৌরবের কোনরূপ অবহেলা বা অবমাননা করিলে, তিনি তৎক্ষণাৎ তাহার উপযুক্ত প্রতিবিধান করিতেন। এমন কি, তাহার পুত্রস্থানীয় রাজ্যের উত্তরাধিকারী, রাজ্যশাসনের সহযোগী তুকোজিরও এ সম্বন্ধে কোন ত্রুটি বা নিয়মলঙ্ঘন তিনি নীরবে সহ করিতেন না । শিবাজি-গোপাল নামে অহল্যার কোন প্রধান কর্ম্মচারী অহল্যার প্রতিনিধিস্বরূপ পুনায় পেশোয়ার দরবারে ছিলেন। তাহার গুণে ও কার্য্যের ক্ষমতায় সন্তুষ্ট হইয়া পেশোয় তাহাকে নিজের কার্য্যে নিযুক্ত করিতে চাহিলেন। শিবাজি-গোপাল স্বীকৃত হইলেন। তুকোজিও অনুমোদন করিলেন। কিন্তু কেহই, অহল্যাকে এ কথা জানাইলেন না। অহল্যার আদেশ DD DB S BBSEDDLD DBKDDB S BBYS STD S S S DDS পেশোয়ার কার্য্যে ব্রতী হইলেন । অহল্যা এই সংবাদ শুনিবা মাত্র তুকোজিকে ডাকিয় তাহাকে তিরস্কার করিলেন । তুকোজি অহল্যার পায়ে ধরিয়া ক্ষমাপ্রার্থনা করেন। আর কখনো তিনি অহল্যার আদেশ-বিনা কোন গুরুতর রাজকর্ম্ম নির্বাহ করিতে- সাহসী হইতেন না ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।