चार्य-बईौ । আপনার রাজগৌরবের প্রতি এরূপ তীক্ষ দৃষ্টি না থাকিলে কর্ম্মচারিগণের রাজ্যের প্রতি ভয় ও ভক্তি ক্রমে শিথিল হুইয়া পড়ে। ক্রমে এইরূপ ভয় ও ভক্তিহার রাজকর্ম্মচারীদের যথেচ্ছাচারে রাজ্যে বিশৃঙ্খলা আসিয়া প্রজার সুখ শাস্তির vers (ev (st সূক্ষম রাজনীতিকুশলী অহল্যা ইহা বুঝিতেন। তাই আপনার রাজগৌরব রক্ষার প্রতি চিরদিন তাহার এইরূপ সতর্ক দৃষ্টি ছিল। অন্য রাজ্যের রাজাদের নিকটেও আপনার রাজগৌরব অক্ষুন্ন রাখিতে অহল্যা চিরদিন সমান তেজস্বিতা দেখাইয়াছেন। রাজত্বের প্রথমভাগে রঘুনাথের আক্রমণ হইতে রাজ্য ও রাজগৌরব রক্ষার জন্য তিনি কতদূর তেজস্বিতা ও বুদ্ধিমত্তা দেখাইয়াছেন পাঠিকারা তাহা অবগত আছেন। বৃদ্ধ বয়সে, রাজত্বকালের শেষভাগেও আর একটি যুদ্ধে তিনি এইরূপ অদম্য ও অশিথিল তেজস্বিতা দেখাইয়া সকলের শ্রদ্ধা ও সম্মান আকর্ষণ করেন । de OP রাজপুতানায় জয়পুরের রাজা পূর্বে মলহরীরাওকে এবং পরে অহল্যাকে কর দিতেন। অহল্যার রাজত্বের শেষভাগে ৪৫ লক্ষ টাকার কর বাকী পড়িয়াছিল। তুকোজি যখন এই কর আদায়ের জন্য পীড়াপীড়ি করেন, তখন তুকোজির শত্রু সিন্ধিয়ার সেনাপতি, জীউকদাদা গোপনে জয়পুররাজকে এই কর দিতে নিষেধ করিয়া জানাইলেন যে, যদি এজন্য যুদ্ধ উপস্থিত হয়, তৰে তিনি তঁাহাকে সাহায্য করিবেন। জীউকদাদার পরামর্শে
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।