অহল্যাবাই। Rଏକ পেশোয়াদের অধীন । সেই ভাবে তিনি ইন্দোর-রাজসরকারের টাকা নিবেন। ভিক্ষাজীবী ব্রাহ্মণের মত পশুপালকবংশীয় বধু भूलानी अश्णाांद्र मान डिनि cकन शश्भ कब्रिट्वन ? डिनि অহল্যাকে যুদ্ধের জন্য প্রস্তুত * হইতে বলিয়া পাঠাইলেন। অহল্যাও উত্তর পাঠাইলেন,-“যুদ্ধে প্রাণ যায়, রাজ্য যায়, যথাসৰ্বস্ব যায়, তাহাতেও প্রস্তুত আছি। কিন্তু ইচ্ছা করিয়া নিজের হাতে দেবসেবা ও লোকসেবার অর্থ অন্য কার্য্যে ব্যয় করিব না ।” বিনা যুদ্ধে কার্য্যসিদ্ধি হইলে যুদ্ধে ও রক্তপাতে অহল্যার কোনদিনই বাসনা ছিল না। এবীরও কৌশলে তিনি যুদ্ধ নিবারণের উপ্লায় চিন্তা করিলেন। রঘুনাথ সৈন্য লইয়া উপস্থিত হইলে, অহল্যা নিজে বীর-বেশে সাজিয়া ঘোড়ায় চড়িলেন। সঙ্গে পাঁচশত দাসীও সাজিয়া চলিল। এইরূপে র্তাহারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইলেন। কিন্তু রঘুনাথের আদেশেও মারাঠা সর্দারেরা স্ত্রীলোকের সঙ্গে কিছুতেই যুদ্ধ করিতে চাহিল না। এইরূপ যে ঘটিবে অহল্যা তাহা পূর্বেই জানিতেন। তাই তিনি এই ভাবে আসিয়াছিলেন। রঘুনাথ এখন ক্রোধে অহল্যাকে জিজ্ঞাসিলোৱ,-“তোমার সৈন্য কোথায় ?” অহল্যা উত্তর করিলেন,-“পেশোয়ারা আমার প্রভু। তঁাদের সঙ্গে যুদ্ধ করিয়া রাজদ্রোহী আমি হইতে চাই না। কিন্তু হোলকারের রাজকোষে ধর্ম্মসেবার জন্য যে অর্থ সঞ্চিত আছে, তাহাও আঁমি কাহাকেও দিব না। কেহ নিতে চাহিলে,
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।