পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । S8) কিন্তু সংসারের এতটুকু সুখেও তিনি শেষ জীবনে বঞ্চিত হইলেন। সংসারের প্রধান স্নেহের বন্ধন এই দৌহিত্রটিও অহল্যাকে ফাকি দিয়া চলিয়া গেল। ইহার মৃত্যুর একবৎসরের মধ্যেই মুক্ত বিধবা হইলেন। পতিপুত্রহীনা মুক্ত শূন্য জীবন লইয়া সংসারে থাকিতে চাহিলেন না । তিনি সহমরণের জন্য প্রস্তুত হইলেন। কন্যাকে নিবৃত্ত হইবার জন্য অহল্যা অনেক অনুরোধ করিালেন। কিন্তু মুক্ত কহিলেন,-“মা, স্বামী নাই, পুত্র নাই, কি লইয়া আর এ ছার সংসারে থাকিব ? কি অবলম্বন করিয়া আর এ শূন্য জীবন কাটাইবি ? তুমি বৃদ্ধ হইয়াছ। কতদিন আর বঁচিবে ? তুমি গেলে আমার আপনার জন আর কেহ থাকিবে না । তখন এ জীবন-ভার বাহিতে পারিব না । তার চেয়ে অ্যাজ স্বামীর সঙ্গে যাই । আমার ইহজীবন সার্থক হউক ৷ পরলোকেও স্বামীর চরণে আশ্রয় পাইয়া ধন্য হই। আমি থাকিব না । মিছা আর অনুরোধে আমাকে কষ্ট দিও না ।” অগত্যা অহল্যা কন্যার সহমরণে সম্মতি দিলেন । নিজের চক্ষেই কন্যার এই আত্মবিসৰ্জন দেখিবার জন্য সঙ্গে চল্লিলেন । নর্ম্মদাতীরে চিতা প্রস্তুত হইল। মুক্তা, মাতাকে ও অন্যান্য সকলকে প্রণাম করিয়া চিতায় উঠিলেন। দেখিতে দেখিতে মুক্তার জীবন্ত কোমল দেহ ঘিরিয়া সাধুম চিতার আগুন আকাশে কন্যার যাতনা দেখিয়া অহল্যা ধৈর্য্য রাখিতে পারিলেন A Ve