পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

asszÈTESS ( S) মারাঠ |রা যখন মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতে আপনাদের শক্তি বিস্তার করিতেছিলেন, তখন বাঙ্গালায় এবং মাদ্রাজ প্রদেশে ধীরে ধীরে ইংরেজের আধিপত্য স্থাপিত হইয়া উঠিল। মোগল সাম্রাজ্য এখন আর নাই । পাঞ্জাৰে এখন স্বাধীন শিখরাজ্য। রাজপুতানার রাজারা মারাঠার ভয়ে ভীত, মারাঠাকে করা দেন । দিল্লী ও আগ্রাপ্রদেশ একরূপ মারাঠাদের অধীন । অযোধ্যার স্বাধীন নবাব এবং তাহার পশ্চিমে রোহিলাদের দেশে স্বাধীন রোহিলারাও মারাঠারাজাদিগকে কর দিতেছেন। বাঙ্গালা ও বিহারের রাজা • ইংরেজ। মধ্যভারত জুড়িয়া মারাঠাদের চারিটি" রাজ্য। এদিকে দক্ষিণ-ভারতের পশ্চিম ভাগ আদি মারাঠাদেশে পেশোয় রাজত্ব করেন। মধ্যভাগে নিজাম রাজ্য। নিজামও মারাঠাকে কর দেন। - নিজামের দক্ষিণে বীর হায়দর ‘আলী ও টিপু সুলতানের নূতন স্বাধীন মহীশূর রাজ্য। সকলের পূর্বে মাদ্রাজের রাজা আবার ইংরেজ । অহল্যাবাইএর মৃত্যুকালে ভারতের সাধারণ অবস্থা এইরূপ ছিল । *