পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লক্ষ্মীবাই । R8t এই সময়ে লর্ড ওয়েলেসলী ইংরেজি-ভারতের বড়লাট হইয়া আসেন। তিনি দেখিলেন, ভারতে এক মারাঠাই প্রবল, কিন্তু তাছাদের মধ্যে একতা ও জাতীয়ত্বের বন্ধন এখন শিথিল । ভারতে মারাঠা-জাতীয় শক্তি প্রতিষ্ঠার দিকে আর এখন মারাঠারাজাদের মন নাই । তাহারা সকলেই নিজ-নিজ রাজ্যেরক্ষা অথবা অধিকার বিস্তার লইয়াই ব্যস্ত। ভারতের অন্য রাজাদের মধ্যেও কোনরূপ একতা বা জাতীয়তার ভাব নাই। সকলেই প্রায় মারাঠাদের ভয়ে ভীত ও মারাঠাদের প্রতাপে উৎপীড়িত। ইহার মধ্যে আবার নিজেদের মধ্যেও শত্রুতা ও যুদ্ধবিগ্রহ আছে। সর্বদা সহস্ৰ বিপদে তাহারা শঙ্কিত; অবিরত যুদ্ধে সকলে ক্লান্ত ; পরস্পরের প্রতি গ্রীতি, বিশ্বাস ও বন্ধুভাব কাহারো নাই। সুতরাং সকলের একমাত্র চিন্তা এই হইয়াছে, কেমন করিয়া নিরাপদে আপনার রাজ্যে একটুকু শান্তি ভোগ করিবেন। দূরদর্শী রাজনৈতিক লর্ড ওয়েলেসলী বুঝিলেন, ভারতে ইংরেজ-প্রাধান্য স্থাপনের এই বড় সুন্দর অবসর। মারাঠা ও নিজামের সঙ্গে মিলিয়া তিনি শক্তিশালী মহীশূর রাজ্য জয় করিলেন, একভাগে মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশীয় একজনকে রাজা করা হইল * । আর তিন ভাগ তিন জনে ভাগ করিয়া নিলেন । ইংরেজের শক্তি ও প্রতিপত্তি ইহাতে আরও বাড়িল ।

  • ইহারই বংশধর্ম বুৰ্দ্ধমান ইংরেজের অধীন মহীশূরের রাজা।