পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बौदांहै । Հ8Պ এই ঘটনার ১৪১৫ বৎসর পরে নিজেদের গত শক্তি আবার ফিরিয়া পাইবার জন্য বড়লাট লর্ড হেষ্টিংসের সময়, হোলকার, সিন্ধিয়া ও ভোসূল রাজা তিন জনে মিলিয়া ইংরেজের সহিত এক যুদ্ধ করেন। যুদ্ধে পরাজয় ঘটে। তিন শক্তিই ইংরেজের অধীন হইলেন । অধীন পেশোয় দ্বিতীয় বাজীরাওও ইহাদের সঙ্গে যোগ দিয়াছিলেন । ইংরেজ র্তাহার রাজ্য অধিকার করিলেন এবং তঁাহাকে বার্ষিক আটলক্ষ টাকা বৃত্তি ও কাণপুরের নিকটে বিস্তুর জায়গীর দিয়া তথায় রাখিলেন । ভারতে মারাঠাশক্তি লোপ পাইল ; এখন সমস্ত ভারতেই একরূপ ইংরেজের প্রাধান্য স্থাপিত হইল। ইহা বর্ত্তমান সময় হইতে প্রায় ১০০ বৎসর পূর্বের কথা । আমরা পূর্বে পাঁচটি মারাঠা রাজ্যের কথা বলিয়াছি; বড় বড় এই পাঁচটি রাজ্য ছাড়া এই সব রাজ্যের অধীন ও আশ্রিত ছোট ছোট অনেক রাজ্যও ছিল। ইহাদের মধ্যে নাগপুরের উত্তরে ক্ষুদ্র ঝান্সী রাজ্য পেশোয়াদের অধীন ছিল। মারাঠাশক্তির পতনের সময় অন্যান্যের ন্যায় বাক্ষসীর রাজাও ইংরেজের অধীন হইলেন। পঞ্চাশ বৎসরের কিছু বেসি হইল, ভারতে যখন সিপাহীবিদ্রোহ হয়, তখন আমাদের আখ্যায়িকার নায়িকা লক্ষীবাই এই বাক্ষসীর রাণী ছিলেন ।