পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযুক্ত । S. অবসর চাহিয়া পাঠাইলেন। সরলপ্রাণ, উদারচেতা রাজপুত বীর, কখনো শক্রর অনুগ্রহ-প্রার্থনা প্রত্যাখ্যান করিতেন না । পৃথিরাজ, ঘোরীর প্রার্থনাপুরণে অঙ্গীকার করিলেন। নিশ্চিন্ত মনে হিন্দুসেনা বিশ্রাম করিতে লাগিল। এমন সময়, সহসা মহম্মদ ঘোরী প্রবল বিক্রমে হিন্দু শিবির আক্রমণ করেন। অসতর্ক হিন্দুরা সে বেগ সহ করিতে না পারিয়া ছত্রভঙ্গ হইয়া পড়িল। পৃথিরাজ ও সমরসিংহ অতুল-” নীয় বিক্রমে ও রণকৌশলে আবার যথাসম্ভব ঘুহরচনা করিয়া যুদ্ধ করিতে লাগিলেন। কিন্তু বিচ্ছিন্ন হিন্দুসেনাগণ আর তাহাদের সমগ্র শক্তিযুদ্ধে প্রয়োগ করিতে পারিল না। মহাবীর সমরসিংহ নিহত হইলেন। পৃথিরাজ শত্রুকরে বন্দী হইলেন। নিষ্ঠর মহম্মদ ঘোরী বন্দী পৃথিরাজকে অতি নির্দয়ভাবে হত্যা করিল। এইরূপে উত্তর ভারতের বিস্তীর্ণ প্রান্তরে, মুশলমান রাজত্বের সূত্রপাত। হিন্দুর গৌরবরবি তিরৌরী ক্ষেত্রে অস্তমিত হইল । শেষ বিদায়ের পর, যে কয়দিন পৃথিরাজ যুদ্ধক্ষেত্রে ছিলেন, সে কয়দিন সংযুক্তা • কেবলমাত্র জল পান করিয়া প্রাণধারণ করেন। পরে, স্বামীর পরাজয় ও মৃত্যুসংবাদ পাইবামাত্র, চিতারোহণে, স্বামীগতপ্রাণা সতী, পতির অনুগমন করিলেন।